বিনোদন ডেস্ক:
বর্তমান প্রজন্মের ভার্সেটাইল অভিনেত্রী নভেরা রহমান। মা মোমেনা চৌধুরীর যোগ্য উত্তরসূরি। ‘রিকশা গার্ল’ নামে একটি সিনেমায় মা-মেয়ে অভিনয় করেছেন একসঙ্গে। পরিচালনা করেছেন অমিতাভ রেজা। এটি ২৪ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
কয়েক বছর আগে এ সিনেমার কাজ শেষ করেছেন নভেরা। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণসহ নানাবিধ কারণে মুক্তিতে বিলম্ব হয়েছে। অবশেষে এটি প্রেক্ষাগৃহে আসছে। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নভেরা।
সিনেমাটি দর্শক কেন দেখবেন, সম্প্রতি সে কথাই জানিয়েছেন এ অভিনেত্রী। বলেছেন, ‘রিকশা গার্ল যে গল্প নিয়ে তৈরি হয়েছে, এ ধরনের গল্পের সিনেমা এর আগে দর্শক দেখেননি। আমার চরিত্রের নাম নাঈমা। সে একজন আর্টিস্ট, তার স্বপ্ন ছিল বড় আর্টিস্ট হওয়ার। কিন্তু জীবনের প্রয়োজনে রাজধানীতে এসে সে ছেলে সেজে রিকশা চালায়। গল্পটা আমার কাছে জুতসই লেগেছে। আমার কাছে মনে হয়েছে এ সিনেমাটিতে অভিনয় করা যেতে পারে।
তিনি বলেন, আমি দেখতে একটু শ্যামলা, অনেক ফর্সা নই। নাঈমা যে চরিত্রটি, এমন চরিত্রে অভিনয়ের জন্য অনেক সময় শিল্পীকে আলাদা করে কালো করা হয়। কিন্তু আমার কাছে মনে হয়েছে নাঈমা চরিত্রের জন্য আমিই পারফেক্ট, তাই বলা যেতে পারে চরিত্রটিতে প্রবল আগ্রহ নিয়েই অভিনয় করা। কেমন করেছি, সিনেমার গল্পটাই বা কেমন-সবকিছু জানতে বুঝতে দর্শককে হলে এসে সিনেমাটি দেখার আহ্বান রইল।’
উল্লেখ্য, রিকশা গার্ল, এ পর্যন্ত বিশ্বের ৩০টিরও বেশি আন্তর্জাতিক উৎসবে প্রদর্শনের পাশাপাশি ২০২২ সালে যুক্তরাষ্ট্রে মুক্তি পায়। এদিকে ‘রিকশা গার্ল’ই নভেরার প্রথম সিনেমা নয়। এর আগে তিনি মান্নান হীরার ‘৭১-এর ক্ষুদিরাম’ ও রুবায়েত হোসেনের ‘মেড ইন বাংলাদেশ’ (বাংলাদেশে শিমু নামে মুক্তি পায়) সিনেমায় অভিনয় করেছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com