বিনোদন ডেস্ক:
গেল বছরের শেষের দিকে নিজেদের বিয়ের গুঞ্জন উসকে দিয়েছিলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। নতুন বছরের শুরুতেও দিলেন চমক। প্রকাশ পেয়েছে অঙ্কুশের হাতে হাত, পানপাতায় ঢাকা লাজে রাঙা কনের সাজে ঐন্দ্রিলার একটি ভিডিও। যা দেখে বিয়ের গুঞ্জন উঠেছে তার।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওর শুরুতেই বর-কনে বেশে অঙ্কুশ-ঐন্দ্রিলাকে দেখে প্রফুল্ল চিত্ত ভক্তদের। অভিনেত্রীর পরনে টুকটুকে লাল বেনারসি। কপালে চন্দনের উলকি। ভারী গয়নায় কনে লুকে দিব্যি মানিয়েছে টলিপাড়ার মিষ্টি অভিনেত্রীকে।
অন্যদিকে অঙ্কুশের পরনে ঘিয়ে রঙের তসর পাঞ্জাবি। লাজুক চোখে প্রেমিকার দিকে তাকিয়ে। হলো শুভদৃষ্টিও। জুটিকে দেখা গেল রিসেপশন লুকে। যেখানে কালো শাড়ি আর শেরওয়ানিতে দেখা গেল অঙ্কুশ-ঐন্দ্রিলাকে।
ভিডিও দেখে ভালোবাসা জানান মিমি চক্রবর্তী। আর তারকাজুটির বিয়ের লুকের যাবতীয় পোশাকই অভিষেক রায়ের ফ্যাশন লেবেল ‘বহুরূপী’র কালেকশন। এদিকে অনুরাগীদের সন্দেহ বিয়ের পিঁড়িতে বসেছেন তাদের প্রিয় তারকাদ্বয়।
তবে বিষয়টি তেমন নয়। এটি ছিল একটি বিজ্ঞাপনের অংশ। যা দেখে অনুরাগীরা ভেবেছিলেন নতুন জীবনে পা রেখেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com