প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
৭ই রজব, ১৪৪৬ হিজরি

নতুন করে আলোচনায়

editor
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৫, ০১:০০ অপরাহ্ণ
নতুন করে আলোচনায়

বিনোদন ডেস্ক:

বলিউড সিনেমায় এখন খুব একটা দেখা যায় না অভিনেত্রী উর্বশী রাউতেলাকে। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। আবার ঋষভ পন্থের সঙ্গে মাঝেমধ্যেই তার নাম জড়িয়ে নানা রটনা রটে। তবে এবারে তেলোগু সিনেমা ‘ডাকু মহারাজ’-এর গানের ভিডিও’র নতুন করে আলোচনায় এসেছেন তিনি।

তার বিরুদ্ধে অভিযোগ, ৬৪ বছর বয়সী তেলোগু অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণের সঙ্গে অশালীনভাবে নেচেছেন তিনি। তার জেরেই নেটিজেনদের রোষানলে পড়েছেন। বাবার বয়সী নায়কের সঙ্গে এমন অশ্লীল নাচের কারণে নানা প্রশ্নের মুখে পড়েছেন ৩০ বছরের এই অভিনেত্রী।

উল্লেখ্য, ২০১৩ সালে সানি দেওলের ‘সিং সাব দ্য গ্রেট’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিনেত্রী হিসেবে নিজের সফর শুরু করেছিলেন উর্বশী। তার পরবর্তী ক্যারিয়ারে হিটের সংখ্যা খুব একটা নেই। তেলোগু সিনেমা ‘ডাকু মহারাজ’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। এ ছবির মাধ্যমেই তেলোগু ইন্ডাস্ট্রিতে অভিষেক হচ্ছে ববি দেওলের। আগামী ১২ই জানুয়ারি সিনেমা হলে ‘ডাকু মহারাজ’ মুক্তির কথা রয়েছে।

Sharing is caring!