প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

দুই সন্তানের বাবা বনির প্রেমের প্রস্তাবে রেগে যান শ্রীদেবী

editor
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০২৪, ১২:০৭ অপরাহ্ণ
দুই সন্তানের বাবা বনির প্রেমের প্রস্তাবে রেগে যান শ্রীদেবী

 

বিনোদন ডেস্ক:

বলিউড পরিচালক বনি কাপুর ও অভিনেত্রী শ্রীদেবীর প্রেমের গল্প সকলেরই জানা। তবে তাদের সম্পর্কের শুরুটা খুব একটা সহজ ছিল না। শুরুর দিনগুলো ছিল বেশ কঠিন।

 

বনি কাপুর বিবাহিত এবং দুই সন্তানের বাবা হওয়ায় প্রথমদিকে তাকে মেনে নিতে পারেননি অভিনেত্রী। অনেক কষ্টে তাকে রাজি করান পরিচালক। শ্রীদেবীর মৃত্যুর পরেও সেই স্মৃতি আজও টাটকা নির্মাতার কাছে।

সম্প্রতি এবিপি লাইভকে দেওয়া এক সাক্ষাৎকারে বনি বলেন, ‘‘আমি শ্রীদেবীকে ভালোবাসাতাম এবং সারাজীবন ভালোবাসব। মৃত্যুর আগে পর্যন্ত এটা বজায় রাখার চেষ্টা করব। তবে প্রেমের শুরুতে ওকে রাজি করাতে আমার পাঁচ থেকে ছয় মাস সময় লেগেছিল। আমি যখন তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলাম, সে আমার সঙ্গে প্রথম ৬ মাস কথা পর্যন্ত বলেনি। সেই সময় শ্রীদেবী আমাকে বলেছিলেন, ‘তুমি দুই সন্তানের বাবা। বিবাহিত পুরুষ। আমি তোমার সঙ্গে কথা বলতে পারব না।’ কিন্তু, আমি ভালোবেসেছিলাম। তাই হয়তো ভাগ্য আমার সাথ দিয়েছিল।’’

 

সম্পর্কের বিষয়ে বনি বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কের গভীরতা বাড়ে। কেউই নিখুঁত নয়। আমিও নিখুঁত ছিলাম না। আমি সেই সময় বিবাহিত, এটা একেবারেই ঠিক। তবে আমি কিছুই লুকিয়ে যাইনি তার কাছে। এমনকী প্রাক্তন স্ত্রী মোনার সঙ্গে ভালো সম্পর্কের কথাও কখনও বলতে পিছপা হইনি। সন্তানদের মা-বাবা সব আমি। তবে সম্পর্কে সৎ থাকতে পছন্দ করি সবসময়ই।’

 

শ্রীদেবীর সঙ্গে সম্পর্কের পর অনেকেই অনেকরকম কথা বলেছেন। তবে নিজেদের কাছে কাছে খুব পরিষ্কার ছিলেন তারা। সমালোচকদের কোনো কথাতেই কান দিতেন না। এমনকি বিবাহিত বনি কাপুর সন্তানদের কাছেও শ্রীদেবীকে নিয়ে সবসময় স্পষ্ট অবস্থানেই ছিলে। যে কারণে দু’জনের সমস্যা হয়নি সংসার জীবনে।

Sharing is caring!