বিনোদন ডেস্ক:
‘মা’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী কাজী শুভ। পরিতোষ বাড়ৈর কথায় গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন আহমেদ সজীব।
সম্প্রতি আমিনুল ইসলাম আপনের পরিচালনায় পুবাইলে গানটির ভিডিও নির্মাণ করা হয়েছে। এতে অভিনয় করেছেন শেখ স্বপ্না, রিমন সরকার, ইবতিশাম প্রমুখ। নয়ন তারা মিউজিকের ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রকাশ করা হবে বলে জানা গেছে।
গান প্রসঙ্গে কাজী শুভ বলেন, মা ও সন্তানের বন্ধন জন্ম-জন্মান্তরের। এ বন্ধনের সঙ্গে পৃথিবীর আর কোনো বন্ধনের তুলনা হয় না। মা ও সন্তানের চিরকালীন মায়া-মমতার এক অদ্ভুত আবেদন রয়েছে এই গানের বাণীতে। আমার মতো যাদের মা নেই, তারা গানটিতে অদ্ভুত এক আত্মিকটান অনুভব করবেন বলে বিশ্বাস করছি।
এদিকে কাজী শুভ বর্তমানে আরও বেশকিছু নতুন গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ গানগুলোর বেশির ভাগই নতুন বছরের শুরুতে প্রকাশের কথা রয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com