বিনোদন ডেস্ক:
ক্যারিয়ারের শুরুতে চূড়ান্ত সফল হওয়ার পরেও এক সময় দূরে সরে যান অভিনেত্রী আমিশা প্যাটেল। তবে বলিউডে পা রাখার আগে নিজের পড়াশোনা শেষ করেছিলেন অভিনেত্রী। তাই তো ক্যারিয়ারে শুরু থেকে তাকে একটি বিশেষ প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে বারবার; সেটি তার বয়স নিয়ে।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে সেই প্রসঙ্গ আবার তুলেছিলেন আমিশা। অভিনেত্রী বলেন, ‘ইন্ডাস্ট্রিতে পা রাখার পর সাংবাদিকদের কাছ একটাই প্রশ্ন আসত, ‘আপনার কি নিজেকে এখানে বেমানান মনে হয় না?’
কিন্তু, এই অভিনেত্রী বলিউডেও বয়স নিয়ে যেমন ভাবেননি, তেমন প্রেমজীবনেও চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন না। এই মুহূর্তে বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই আমিশার। এরই মধ্যে জল্পনা, বয়সে ১৯ বছরের ছোট এক যুবকের প্রেমে ডুবেছেন এই অভিনেত্রী।
আমিশা প্রথমে আমেরিকার বস্টনে বায়ো ইঞ্জিনিয়ারিং পড়তে শুরু করেছিলেন। কিন্তু তা শেষ না করে বদলে ফেলেন বিষয়। স্নাতক হন অর্থনীতিতে। পড়াশোনার শেষে বিদেশে চাকরিও পেয়েছিলেন। কিন্তু দেশে ফিরে তিনি জুড়ে যান নাট্যাভিনয়ের সঙ্গে। শুরু হয় অভিনেত্রী হয়ে ওঠার প্রস্তুতি। একের পর এক ছবিও করেছেন একটা সময়ে। সাফল্য এসেছে। আবার ব্যর্থতাও এসেছে বার বার। মাঝে একবার আর্থিক প্রতারণায় নামও জড়ায় তার। কিন্তু এত বছর বলিউডে থাকলেও কোনও দিন কোনও নায়কের সঙ্গে নাম জড়ায়নি অভিনেত্রীর। অথচ এবার তাকে দেখা গেল দুবাইয়ের এক শিল্পপতির সঙ্গে। যার নাম নির্বাণ বিড়লা।
সম্প্রতি একটি ছবি পোস্ট করেছেন আমিশা। সেখানে দেখা যায়, আমিশাকে বাহুডোরে আগলে রেখেছেন নির্বাণ। ছবিটি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘আমার ডার্লিংয়ের সঙ্গে সুন্দর একটা সন্ধ্যা।’ পাল্টা নির্বাণও লেখেন ‘ডার্লিং’।
আর তাতেই শুরু হয় গুঞ্জন। তবে কি সম্পর্কে সিলমোহর দিলেন দু’জনে! যদিও নির্বাণ ও আমিশার বয়সের পার্থক্য অনেকটাই।
নেটিজেনরা ইতোমধ্যেই অভিনেত্রীকে শুভেচ্ছাবার্তা দিতে শুরু করেছেন। কিন্তু আমিশা এ প্রসঙ্গে আনুষ্ঠানিক কোনো ঘোষণা করেননি।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com