প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

এরকম পার্টনার প্রত্যেকের কাম্য, শেখ সাদীকে ইঙ্গিত প্রভার!

editor
প্রকাশিত এপ্রিল ৭, ২০২৫, ১২:২৫ অপরাহ্ণ
এরকম পার্টনার প্রত্যেকের কাম্য, শেখ সাদীকে ইঙ্গিত প্রভার!

বিনোদন ডেস্ক:
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক মাধ্যমে বেশ সরব। বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন। এবার তিনি সামাজিক মাধ্যমে মত প্রকাশ করলেন জীবনসঙ্গী নিয়ে।

আজ সোমবার নিজের ফেসবুকে প্রভা লিখেছেন, ‘সালমান মুক্তাদির আর ক্রিকেটার নাসির ছাড়া আমি বাংলাদেশে (জীবনসঙ্গীকে সম্মান করা) তেমন কোন পুরুষ মানুষ দেখতে পাইনি। যারা নিজের সম্মান ক্যারিয়ারের অজুহাত না দেখিয়ে জীবনসঙ্গীকে প্রাপ্য সম্মান ও নিরাপত্তা দিয়েছে।’

এরপর তিনি লেখেন, ‘যাক আরেকজন পুরুষ দেখতে পেলাম। আমি দোয়া করি ছেলেটা এমনই থাকুক, এ রকম একটা সাপোর্টটিভ পার্টনার প্রত্যেকটা মানুষেরই কাম্য।’

তবে সালমান ও নাসিরের পর কাকে দেখে প্রভার এমন উপলব্ধি তা জানাননি অভিনেত্রী। যদিও তার পোস্ট শেয়ার করে মন্তব্যের ঘরে দুই-একজন নেটিজেন লিখেছেন তরুণ গায়ক শেখ সাদীর নাম।

কেননা সম্প্রতি পরীমণির বিরুদ্ধে তার তথাকথিত গৃহকর্মী পিংকির আনা অভিযোগের পরিপ্রেক্ষিতে সরব হয়েছেন সাদী। সমর্থন করেছেন অভিনেত্রীকে। অনেকের ধারণা, সম্ভবত সাদীর এই কার্যক্রম দেখেই সামাজিক মাধ্যমে পোস্টটি দিয়েছেন প্রভা।

পরীমণির সঙ্গে শেখ সাদীর সঙ্গে প্রেমের গুঞ্জন সবার জানা। অভিনেত্রীর সুখে দুঃখেও পাশে থাকতে দেখা যায় সাদীকে। এর আগে মামলায় পরীমণির জামিনদারও হয়েছিলেন তিনি।

Sharing is caring!