প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৬ হিজরি

ছাত্রলীগ সন্দেহে ৫ যুবককে পুলিশে সোপর্দ, অতঃপর…

editor
প্রকাশিত জানুয়ারি ৩০, ২০২৫, ০৫:২৬ পূর্বাহ্ণ
ছাত্রলীগ সন্দেহে ৫ যুবককে পুলিশে সোপর্দ, অতঃপর…

স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে ৫ জন যুবককে আটকের পর নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী সন্দেহে পুলিশে সোপর্দ করার ঘটনা ঘটেছে। বুধবার (২৯ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

তবে, প্রাথমিক তদন্তে পাঁচজনের মধ্যে একজন বাদে বাকিদের সঙ্গে আওয়ামী লীগ বা দলটির সহযোগী সংগঠনের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায় নি। এ কারণে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আর পুলিশি হেফাজতে থাকা অপর ব্যক্তির নাম বাকির ভুঁইয়া। তিনি আড়াইহাজার থানা যুবলীগের সদস্য।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে শহীদ মিনারে কয়েকজন যুবককে আটকে জড়ো করেন সেখানে থাকা কয়েকজন তরুণ ও যুবক। ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে তাদের আটকে রেখে জেরা করা হয়।

মোবাইল ফোনও চেক করেন কয়েকজন। খবর পেয়ে সেখানে পুলিশ উপস্থিত হলে আটক ব্যক্তিদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে পাঁচ যুবককে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যায়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিরউদ্দিন আহমদ বলেন, ‘মব জাস্টিজের ঘটনা ঘটতে পারে এ বিবেচনা করে তাৎক্ষণিকভাবে ৫ জনকেই থানায় নিয়ে আসি।

প্রাথমিকভাবে যাচাই-বাছাই করে চারজনের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা পাওয়া যায় নি। তারা এমনিতেই আড্ডা দিতে শহীদ মিনারে গিয়েছিলেন।’

তিনি আরো বলেন, ‘যে একজন বর্তমানে আটক রয়েছেন তিনি আড়াইহাজার থানা যুবলীগের সদস্য। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sharing is caring!