চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
ভোলার চরফ্যাশনে দেড় বছর বয়সি শিশু সন্তান নিয়ে মেঘনা নদীতে ঝাঁপিয়ে পড়েন মা। এ ঘটনায় শিশু ইসমাইলের মৃত্যু হয়েছে। পারিবারিক অশান্তির কারণে শিশু ছেলেকে কোলে নিয়ে মেঘনা নদীতে ঝাঁপিয়ে পড়েন মা মাইমুনা।
রোববার দুপুরে চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের বেতুয়া প্রশান্তি পার্কসংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
মৃত শিশু ইসমাইল উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুর রহিমের ছেলে।
স্বজনরা জানান, বিয়ের পর থেকেই সংসারের বিভিন্ন বিষয়াদি নিয়ে আবদুর রহিম ও মাইমুনার পারিবারিক কলহ চলছিল। শনিবার রাতে মোবাইল নিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে কথা ঝগড়া হয়। রোববার সকালে ছেলেকে ডাক্তার দেখানোর কথা বলে বেতুয়া প্রশান্তি পার্কসংলগ্ন মেঘনা নদীতে ঝাঁপিয়ে পড়েন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশু ইসমাইলকে মৃত ঘোষণা করেন।
চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com