প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
৭ই রজব, ১৪৪৬ হিজরি

উদ্বোধনে দেরি, প্রচণ্ড শীতে দাঁড়িয়ে থাকতে থাকলে কাহিল শিশুরা!

editor
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৫, ০১:০৭ অপরাহ্ণ
উদ্বোধনে দেরি, প্রচণ্ড শীতে দাঁড়িয়ে থাকতে থাকলে কাহিল শিশুরা!

 

যশোর প্রতিনিধি:

যশোর জেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনের অপেক্ষায় প্রচণ্ড শীত ও কুয়াশায় দীর্ঘসময় দাঁড়িয়ে থাকতে হলো শিশুদের। রোববার সকাল ১০টায় উদ্বোধনের কথা থাকলেও প্রধান অতিথি জেলা প্রশাসক ভেন্যুতে পৌঁছান সকাল ১১টা ২০ মিনিটে। আর উদ্বোধনের নির্ধারিত সময়ের অনেক আগেই শিক্ষার্থীদের নিয়ে আসা হয় ভেন্যুতে।

ফলে সকাল থেকে তীব্র কুয়াশা আর শীতের ভিতর হাফ প্যান্ট আর টিশার্ট পরে দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের জবুথুবু অবস্থার সৃষ্টি হয়।

রোববার যশোর সদর উপজেলার বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। এ নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে শিক্ষক ও অভিভাবকমহলে।

জানা গেছে, যশোরের আট উপজেলার প্রাথমিক স্তরের শিক্ষার্থী নিয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) রোববার সকাল ১০টায় সদরের বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুরু হওয়ার কথা ছিল। টুর্নামেন্টের আয়োজক জেলা প্রাথমিক শিক্ষা অফিস। যথারীতি নিয়ম অনুযায়ী খেলা শুরু হওয়ার ঘণ্টা দুই আগে বাসে করে মণিরামপুর, শার্শা, চৌগাছা ও সদরের বালক ও বালিকারা খেলার মাঠে উপস্থিত হন। তারা খেলার মাঠে উপস্থিত হলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের দায়িত্বর কর্মকর্তারা শিক্ষার্থীদের তাদের খেলাধুলার পোশাক পরে মাঠে দাঁড়িয়ে যাওয়ার নির্দেশনা দেন।

এরপর শিক্ষার্থীরা তাদের নিজ নিজ উপজেলা দলের ড্রেস পরিধান করে দাঁড়িয়ে যায়। শীত আর কুয়াশার মধ্যে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হওয়ার পাশাপাশি শীতে কাহিল হয়ে পড়ে শিক্ষার্থীরা। শীতে কাঁপুনিও দিতে দেখা গেছে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের।

দাঁড়িয়ে থাকা কয়েকজন শিক্ষার্থী বলে, ‘খুব ভোরে বাসে উঠেছি। ৮টার দিকে মাঠে পৌঁছেছি। উপজেলার জার্সি পড়ে দাঁড়িয়ে রয়েছি। মাইকে কিছুক্ষণ পরপর স্যারেরা বলছে, আর একটু পরেই ডিসি স্যার আসবেন, তিনি এসে টুর্নামেন্টের উদ্বোধন করবেন। কিন্তু সেই সময় আর আসেনি। এমনি আজ খুব কুয়াশা আর শীত। এই শীতে খেলাধুলার মধ্যে থাকলে শীত লাগত না। তবে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে থাকতে কাহিল হয়ে পড়েছি।’

খেলার মাঠে উপস্থিত এক উপজেলার শিক্ষক নাম না প্রকাশের শর্তে বলেন, ‘শীতে শিশুরা কাবু হয়ে পড়েছে। ১০টায় উদ্বোধন হবে বলে আটটায় এসেছি। কিন্তু যথারীতি সময়ে খেলার শুরু হয়নি। প্রায় দুই ঘণ্টার বেশি সময় শীতে কষ্ট পাচ্ছে বাচ্চারা।’

এদিকে, সকাল ১০টায় উদ্বোধনের কথা থাকলেও খেলার মাঠে প্রধান অতিথি জেলা প্রশাসক আজাহারুল ইসলাম উপস্থিত হন ১১টা ২০ মিনিটে। এ সময় তিনি অন্যান্য অতিথিদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন এরপর বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।

এই বিষয়ে আয়োজক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম সাংবাদিকদের বলেন, শীত উপেক্ষা করে সকাল থেকেই শিক্ষার্থীরা মাঠে এসেছে। তবে শীত ও কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছিল না। এজন্য নির্ধারিত সময়ে উদ্বোধন সম্ভব হয়নি। আর মাঠে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার বিষয়টিও সঠিক নয় বলে দাবি করেন তিনি।

এদিকে উদ্বোধনী খেলায় (বালক) মণিরামপুর উপজেলাকে তিন গোলে হারায় শার্শা উপজেলা আর বালিকা বিভাগে মণিরামপুর উপজেলাকে চার গোলে হারিয়েছে শার্শা উপজেলা। এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৮ জানুয়ারি।

Sharing is caring!