প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সমন্বয়কের বাড়ির দেয়ালে লেখা ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’

editor
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০২৪, ১২:৫৪ অপরাহ্ণ
সমন্বয়কের বাড়ির দেয়ালে লেখা ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’

 

বগুড়া প্রতিনিধি:

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহসান হাবিব সায়েমের বাড়ির দেয়ালে ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’ লিখে হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে ঘুম থেকে উঠেই বাড়ির দেয়ালে এমন লেখা দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন সায়েম ও তার পরিবারের সদস্যরা।

সমন্বয়ক আহসান হাবীবের বাড়ি বগুড়ার সদর উপজেলার নওদাপাড়া এলাকায়। হাবীব ওই এলাকার আব্দুল গফুরের ছেলে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা কমিটির সহ-সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি বলেন, সোমবার রাতে কোনো এক সময় আমার ঘরের দেয়ালে ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’ এমন লেখাটি দেখতে পেয়ে আমার ভাবি আমাকে জানায়। আমি আমার শোয়ার ঘরের দেয়ালে লেখাটি দেখতে পাই। বিষয়টি নিয়ে আমি ও আমার পরিবারের লোকজন আতঙ্কে দিন কাটাচ্ছি। পরিবারের সঙ্গে পরামর্শ নিয়ে জিডি করার প্রস্তুতি নিচ্ছি।

তিনি বলেন, বর্তমান ছাত্র সমাজকে ধ্বংস করার জন্য বিগত ফ্যাসিস্ট সরকারের দোসররা পাঁয়তারা চালাচ্ছে। আমি নিজেও একজন ছাত্র। আজ এটি আমার বাসায় আমার রুমের পাশেই লিখেছে। আজ আমাকে হুমকি দিয়েছে, কাল আমার অন্য ভাইকেও হুমকি দিতে পারে। আমি এর সুষ্ঠু বিচারে দাবি জানাচ্ছি।

বগুড়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সাকিব হাসান বলেন, বিষয়টি আমি জেনেছি। ঘটনাটি দুঃখজনক। ২৪-এর বিপ্লবে দেশের জন্য যারা লড়াই করেছেন তাদের বাড়িতে এমন হত্যার হুমকি দুঃখজনক। সায়েমকে আইনগত পদক্ষেপ গ্রহণ করতে আমি পরামর্শ দিয়েছি।

বগুড়া সদর থানার ওসি এসএম মঈনুদ্দীন বলেন, ঘটনাটি শোনার পর থেকেই আমাদের থানার একাধিক টিম কাজ করছে। রহস্য উদঘাটনে তদন্ত চলছে। যারা জড়িত তাদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sharing is caring!