স্টাফ রিপোর্টার:
সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ৩ ধরনের পদে মোট ৫২৫ কর্মী নিয়োগ দেওয়া হবে। ৪ ডিসেম্বর ২০২৪ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছর। আবেদন করতে হবে অনলাইনে ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে।
পদভেদে যোগ্যতা: গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে ৩৮০ জন। স্নাতকে কমপক্ষে সিজিপিএ ২.৮ থাকতে হবে। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৩ অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে সিজিপিএ কমপক্ষে ২.৮ থাকতে হবে।
ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ‘ও’ লেভেলে গড়ে যেকোনো পাঁচটি বিষয়ে এবং ‘এ’ লেভেলে যেকোনো দুটি বিষয়ে লেটার গ্রেড ন্যূনতম ‘ডি’ থাকতে হবে।
অবশ্যই কম্পিউটারে কাজ জানা এবং এমএস ওয়ার্ডে কাজের দক্ষতা থাকতে হবে। প্রার্থীকে ইংরেজি বলায় পারদর্শী হতে হবে। কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে ১০০ জন। স্নাতকে সিজিপিএ ২.৮ থাকতে হবে।
এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৩ অথবা ডিপ্লোমায় সিজিপিএ ২.৮ থাকতে হবে। ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ‘ও’ লেভেলে গড়ে যেকোনো পাঁচটি বিষয়ে এবং ‘এ’ লেভেলে যেকোনো দুটি বিষয়ে গড়ে ‘ডি’ থাকতে হবে। অবশ্যই কম্পিউটারে কাজ জানা এবং এমএস ওয়ার্ডে কাজের দক্ষতা থাকতে হবে। প্রার্থীকে ইংরেজি বলায় পারদর্শী হতে হবে। অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে ৪৫ জন।
সিজিপিএ ২.৮ পেয়ে বাণিজ্য অনুষদে স্নাতক থাকতে হবে। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৩ অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে কমপক্ষে সিজিপিএ ২.৮ থাকতে হবে। ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ‘ও’ লেভেলে গড়ে যেকোনো পাঁচটি বিষয়ে এবং ‘এ’ লেভেলে যেকোনো দুটি বিষয়ে গড়ে ন্যূনতম ‘ডি’ থাকতে হবে। অবশ্যই কম্পিউটারে কাজ জানা থাকতে হবে। উল্লেখ্য, যারা এর আগে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদে পরীক্ষার জন্য মনোনীত হয়েছিল, তাদের নতুন করে আবেদন করতে হবে না।
বেতন-ভাতা: নিয়োগপ্রাপ্তরা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বেতনকাঠামো অনুযায়ী মাসিক বেতনসহ অতিরিক্ত কাজের ভাতা, বাৎসরিক নির্ধারিত বিনা মূল্যে বিমান টিকিট, পোশাক, লভ্যাংশ ও অন্যান্য ভাতা পাবেন।
নিয়োগ বিজ্ঞপ্তি: https://biman.gov.bd
আবেদনের লিংক: http://bbal.teletalk.com.bd
Sharing is caring!