প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

বৃহস্পতিবার বন্ধ থাকবে ব্যাংক

editor
প্রকাশিত অক্টোবর ৯, ২০২৪, ০৬:১৯ পূর্বাহ্ণ
বৃহস্পতিবার বন্ধ থাকবে ব্যাংক

স্টাফ রিপোর্টার:
দুর্গাপূজা উপলক্ষে আগামী বৃহস্পতিবার (১০ অক্টোবর) দেশব্যাপী সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে সমুদ্র, স্থল, বিমানবন্দর এলাকায় বিশেষ ব্যবস্থায় ব্যাংক খোলা রাখা হবে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন বিভাগ থেকে এ সম্পর্কিত সার্কুলার জারি করে বিভিন্ন ব্যাংকে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাহী আদেশে ১০ অক্টোবর বৃহস্পতিবার দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ পরিপ্রেক্ষিতে আগামী ১০ অক্টোবর বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে সমুদ্র, স্থল, বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা ও বুথ বিশেষ ব্যবস্থায় সার্বক্ষণিকভাবে খোলা থাকবে।

Sharing is caring!