হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের হিলি বাজারে কমেছে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম। প্রকারভেদে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে এসব পেঁয়াজ ৬০ থেকে ৭৫ টাকা কেজি দরে।
ব্যবসায়ীরা বলছেন, ভারতে নতুন পেঁয়াজ উঠেছে, যার কারণে দামও কমে যাচ্ছে। এদিকে দাম কমে যাওয়ায় খুশি সাধারণ ক্রেতা-বিক্রেতারা।
শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে হিলি বাজার ঘুরে জানা যায়, এক সপ্তাহের ব্যবধানে বাজারে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৩০ থেকে ৩৫ টাকা। এক সপ্তাহ আগে যে ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছিল পাইকারি বাজারে ৯০ থেকে ৯৫ টাকা কেজি দরে আজ তা প্রকারভেদে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭৫ টাকায়। কম দাম পেঁয়াজ কিনতে পেরে খুশি নিম্ন আয়ের মানুষ।
হিলি বাজারে সবজি কিনতে আসা মালাই লস্কর বলেন, ‘বাজারে পেঁয়াজের দাম অনেকটা কমে গেছে। এর আগে ১০০ টাকা কেজি কিনেছিলাম। আজ ৭০ টাকা কেজি দরে কিনলাম। তবে যদি আগের স্বাভাবিক দামে কিনতে পারতাম তাহলে আমাদের জন্য ভালো হতো।’
বাজারে খুচরা ব্যবসায়ী মোকারম শেখ বলেন, ‘পেঁয়াজের দাম কমেছে। আমরা ভালো মানের পেঁয়াজ ৭০ থেকে ৭৫ টাকা পাইকারি কিনে তা খুচরা ৮০ টাকা কেজি দরে বিক্রি করছি।’
হিলি বাজারে পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী সাহাবুল ইসলাম বলেন, ‘এক সপ্তাহ ধরে পেঁয়াজের দাম কমছে। ভারতে নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে। যার কারণে ওই দেশে দাম কমে গেছে। এ ছাড়া প্রচুর পেঁয়াজ আমদানি হচ্ছে। আমরা প্রকারভেদে ৬০ থেকে ৭৫ টাকা কেজি হিসেবে পাইকারি বিক্রি করছি।’
হিলি কাস্টমস কর্মকর্তা শফিউল ইসলামের দেওয়া তথ্যমতে, গত সপ্তাহে ভারতীয় ১২৮ ট্রাকে ৪ হাজার ৯৫ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com