প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

৬ বছরের শিশুর সঙ্গে এ কেমন নির্মমতা!

editor
প্রকাশিত নভেম্বর ১২, ২০২৪, ০১:৩৩ অপরাহ্ণ
৬ বছরের শিশুর সঙ্গে এ কেমন নির্মমতা!

 

ঢামেক প্রতিবেদক:

টাঙ্গাইলের কালিহাতী থানা এলাকায় ছয় বছরের এক শিশুর যৌনাঙ্গ ক্ষতবিক্ষত করার অভিযোগ পাওয়া গেছে সৎ মা সুমাইয়ার বিরুদ্ধে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) এ ঘটনা ঘটে।

 

পরে রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে শিশু ওয়ার্ডে সে ভর্তি আছে।

শিশুর বাবা রফিকুল ইসলাম বলেন, আমার প্রথম স্ত্রী চলে যাওয়ার পর সাত মাস আগে সুমাইয়া নামে আরেক নারীকে আমি বিয়ে করি। ঘটনার দিন বৃহস্পতিবার ছোট বোনের পিত্তথলির অপারেশন হবে হাসপাতালে আমি ও আমার মা সেখানে তাকে দেখতে যাই। বাসায় আসার পর মেয়ে আমার মায়ের কাছে ঘটনাটি জানায়। আমার ছয় বছরের মেয়ে তার দাদিকে জানায় তার সৎ মা সুমাইয়া যৌনাঙ্গের ভেতরে আঙুল দিয়ে ক্ষতবিক্ষত করেছে। কোনোভাবেই তার রক্তপাত বন্ধ হচ্ছিল না। পরে আমরা সঙ্গে সঙ্গে তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আমাদের ঢাকা মেডিকেলে পাঠায়। আমার মেয়ে বর্তমানে ঢাকা মেডিকেলের ২০৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।

 

তিনি আরও বলেন, কী কারণে আমার এই ছোট্ট শিশুটির সঙ্গে সে এই কাজ করল সেটি আমি ভেবে পাচ্ছি না। এ ঘটনায় আমার বাবা বাদী হয়ে শুক্রবার (৮ নভেম্বর) কালিহাতী থানায় একটি মামলা দায়ের করেন। পরে ওইদিনই তাকে পুলিশ গ্রেপ্তার করে।

 

ভুক্তভোগী শিশুটির চাচা খাদেমুল ইসলাম বলেন, আমার মা ও আমার ছোট ভাই আমার বোনকে দেখতে সেদিন হাসপাতালে গিয়েছিল। সেই জানতে পারি এই মর্মান্তিক ঘটনা। সৎ মা সুমাইয়া জানায় সে (শিশুটি) ঘুমিয়ে ছিল, তখন তেলাপোকা ঢুকলে বের করে দিই। পরে আমার ভাতিজির কাছ থেকে জানতে পারি সে তার যৌনাঙ্গে আঙুল দিয়ে অনেক ব্যথা দিয়েছে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকও শিশুটির কাছ থেকে ঘটনাটি জানতে পারে। সেখানকার ডাক্তার কোনোভাবেই তার ব্লিডিং বন্ধ করতে পারছিল না। পরে তারা ঢাকা মেডিকেলের রেফার্ড করে। মেয়েটা এত ছোট, কি এমন ক্ষতি করেছে যে তার সঙ্গে এই অন্যায় এবং জঘন্য কাজটি করতে হলো। আমরা তার কঠিন শাস্তি চাই।

হাসপাতালে চিকিৎসাধীন শিশুটি বলে, আমি সন্ধ্যার সময় ঘুমিয়েছিলাম। আমার প্যান্টের ভেতর তেলাপোকা ঢুকেছে বলে মা আমাকে অনেক ব্যথা দিয়েছে।

অভিযুক্ত সৎ মা সুমাইয়া কারাগারে থাকায় এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

জানতে চাইলে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, সৎ মায়ের অত্যাচারে রক্তাক্ত অবস্থায় ছয় বছরের এক শিশুকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। সে ২০৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। বিষয়টি টাঙ্গাইলের কালিহাতী থানা পুলিশ অবগত আছে।

Sharing is caring!