প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

দায়িত্ব কমল ড. ইউনূসের

editor
প্রকাশিত নভেম্বর ১১, ২০২৪, ০৫:৫০ পূর্বাহ্ণ
দায়িত্ব কমল ড. ইউনূসের

স্টাফ রিপোর্টার:
নতুন করে অন্তর্বর্তী সরকারে আরো তিন উপদেষ্টা যুক্ত হওয়ায় দায়িত্ব কমল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের। সবশেষ ৬টি মন্ত্রণালয়ের দায়িত্ব নিজের কাছে রেখেছিলেন প্রধান উপদেষ্টা। এবার আরো দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব অন্যদের বুঝিয়ে দিয়েছেন তিনি।

রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় নতুন তিন উপদেষ্টাকে শপথ পাঠ করান রাষ্ট্রপ্রতি। এরপরই এক প্রজ্ঞাপনের মাধ্যমে উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে জানা গেছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে থাকা ছয়টি মন্ত্রণালয়ের মধ্যে দুটির দায়িত্ব বণ্টন করা হয়েছে। তিনি ছেড়েছেন খাদ্য মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব।

খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে এতদিন প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত থাকা আলী ইমাম মজুমদারকে। আর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন হাসান আরিফ।

এখন প্রধান উপদেষ্টার হাতে থাকল চারটি মন্ত্রণালয়। প্রধান উপদেষ্টা মন্ত্রিপরিষদ বিভাগের পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন।

Sharing is caring!