প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শ্বশুড়বাড়ির গাছে উঠে হঠাৎ অজ্ঞান জামাই, ভিডিও ভাইরাল

editor
প্রকাশিত এপ্রিল ৮, ২০২৫, ০৬:৫৪ পূর্বাহ্ণ
শ্বশুড়বাড়ির গাছে উঠে হঠাৎ অজ্ঞান জামাই, ভিডিও ভাইরাল

Manual3 Ad Code

জামালপুর প্রতিনিধি:
ঈদে শ্বশুড়বাড়ি বেড়াতে গিয়েছিলেন মো. মোশারফ হোসেন (৩০) নামের এক ব্যক্তি। সেখানে তিনি চড়ে বসেন একটি গাছ, তারপর হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। সবশেষ ফায়ার সার্ভিসের সদস্যরা এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়া সেই ব্যক্তিকে গাছ থেকে নামিয়েছেন।

Manual8 Ad Code

মঙ্গলবার (৮ এপ্রিল) মোশারফকে উদ্ধারের একটি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। এর আগে গত ৩ এপ্রিল জামালপুর সদর উপজেলার শাহাবাজপুর ইউনিয়নে আটাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ ‍উপলক্ষ্যে আটাবাড়ি এলাকায় শ্বশুড়বাড়িতে বেড়াতে আসেন মোশাররফ হোসেন। ঈদ শেষে গত ৩ এপ্রিল তিনি ডাল কাটার জন্য একটি গাছে উঠে। উঠেই জ্ঞান হারিয়ে গাছে ঝুলে থাকেন তিনি। স্থানীয়রা নানাভাবে চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি। সবশেষ ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে প্রায় ৪০ ফুট একটি সিড়ি (মই) এনে তাকে উদ্ধারে সক্ষম হয় ফায়ার সার্ভিস। তীব্র গরমের কারণে তিনি জ্ঞান হারিয়ে ফেলেছেন বলে ধারণা স্থানীয়দের।

Manual2 Ad Code

ফায়ার সার্ভিস অ্যাণ্ড সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন বলেন, মোশারফ নামের ওই ব্যক্তি গাছে উঠে জ্ঞান হারানোর খবর পেয়ে ছুটে যায় ফায়ার সার্ভিসের একটি দল। পরে ৪০ ফুটের একটি মই দিয়ে তাকে আমরা উদ্ধার করি। হয়তো তীব্র গরমের কারণে তিনি জ্ঞান হারিয়েছেন।

Manual2 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code