প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

চলন্ত বাসে আগুন

editor
প্রকাশিত এপ্রিল ৬, ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ণ
চলন্ত বাসে আগুন

স্টাফ রিপোর্টার:
সাভারের আশুলিয়ায় চন্দ্রা মহাসড়কে দূরপাল্লার একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও আগুনে যাত্রীদের মালামাল পুড়ে গেছ। শনিবার রাতে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের মোজারমিল এলাকায় হানিফ পরিবহণের একটি বাসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাজীপুরের কাশিমপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান বলেন, হানিফ এন্টারপ্রাইজের একটি বাস যাত্রী নিয়ে রংপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি মোজারমিল এলাকায় পৌঁছালে এতে আগুন লেগে যায়। বিষয়টি বুঝতে পেরে বাসের চালক যানটিকে রাস্তার পাশে দাঁড় করান। এরপর চালক, হেলপার ও যাত্রীরা বাস থেকে নেমে যায়। সাইড করায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।

আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের কর্মকর্তা সবুজ বলেন, ‘আগুনের খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে তারা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওভারহিট হয়ে বাসের ইঞ্জিনে আগুন লাগে। পরে সেখান থেকে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে।’

Sharing is caring!