প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে রমজান, ১৪৪৬ হিজরি

ব্যাংক কর্মকর্তা খুন : স্ত্রী গ্রেপ্তার

editor
প্রকাশিত মার্চ ২৪, ২০২৫, ০৬:৫৮ পূর্বাহ্ণ
ব্যাংক কর্মকর্তা খুন : স্ত্রী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় ব্যাংক কর্মকর্তা জাফর আলীকে (৪৩) খুন করা হয়েছে অভিযোগ করে থানায় মামলা করা হয়েছে। মামলা করার পর ব্যাংকারের স্ত্রী রোমানা ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার চট্টগ্রামের চান্দগাঁও থানায় মামলা করার পর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
মৃত জাফর আলী চৌধুরীর (৪৩) ফটিকছড়ির ভুজপুর এলাকার বাসিন্দা।
তিনি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক নগরীর কদমতলী শাখার সিনিয়র এক্সিকিউটিভ পদে কর্মরত ছিলেন।

চান্দগাঁও থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন বলেন, পরিবারের সদস্যদের কাছ থেকে খবর পেয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে জাফরের লাশ উদ্ধার করা হয়। তার গলায় কালো দাগ, হাতে নখের আঁচড়, কানে জমাট বাঁধা রক্ত এবং মাথার পেছনে ফোলা ছিল।

তিনি বলেন, জাফরের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, জাফরকে তার স্ত্রী খুন করেছেন। এরপর রাতেই তার স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। রবিবার দুপুরে জাফরের ভাই আবুল হাসনাত চান্দগাঁও থানায় একটি মামলা করেন। মামলায় রোমানাকে একমাত্র আসামি করা হয়। ওই মামলায় রোমানাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ওসি আরো বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। রোমানা আমাদের জানিয়েছেন, তার স্বামী জাফর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এর আগে তাদের মধ্যে ঝগড়া হয়েছিল।’

Sharing is caring!