প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে রমজান, ১৪৪৬ হিজরি

কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অতঃপর…

editor
প্রকাশিত মার্চ ১৮, ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ণ
কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অতঃপর…

স্টাফ রিপোর্টার:
রাজশাহীতে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার (১৭ মার্চ) বিকেলে জেলার তানোর উপজেলার চান্দুড়িয়া বাজারে এ ঘটনায় সোমবার (১৮ মার্চ) রাতে ভুক্তভোগী ছাত্রীর বাবা তানোর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

মামলার আসামিরা হলেন- চাঁন্দুড়িয়া ইউনিয়নের দেওতলা গ্রামের ইকবাল হোসেন (২৮), তার বাবা আনছার আলী (৬৫) এবং একই গ্রামের চা দোকানি আবদুল মালেক (৬০)। আসামিরা পলাতক আছেন।

মামলা সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে ওই কলেজছাত্রী তার শিক্ষকের বাসায় গাইড নিতে যাচ্ছিলেন। পথে পূর্বপরিচিত মুদি দোকানি ইকবাল ওই ছাত্রীকে ডাকেন। একপর্যায়ে দোকানে গেলে ইকবালের সহযোগী চা দোকানি মালেক দোকানের শাটার নামিয়ে দেন।

পরে ওই ছাত্রীকে ধর্ষণ করেন ইকবাল। ঘটনা জানাজানি হলে সন্ধ্যায় তাকে দোকান থেকে বের করে দেওয়া হয়। পরে অভিযুক্তের বাবা আনছার আলী ছাত্রীটিকে উল্টো দোষারোপ করে তার পরিবারের কাছে রেখে আসেন।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। মঙ্গলবার (১৯ মার্চ) সকালে ডাক্তারি পরীক্ষার জন্য ওই ছাত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

Sharing is caring!