মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ধনবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক রাস্তার পাশের খাদে পড়েছে। এতে ট্রাক চালক নিহত হয়েছেন। আহত হয়েছে ট্রাকের হেলপার। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ধোপাখালী ইউনিয়নের বাঘিল এলাকার টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ট্রাক চালকের নাম নিরঞ্জন চন্দ্র দাস। জামালপুর জেলার দিগপাইত এলাকার বাসিন্দা। আহত উজ্জ্বলও একই এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুরের দিকে যাচ্ছিল ট্রাকটি। যানটি বাঘিল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাক চালক ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় হেলপার উজ্জ্বল। খবর পেয়ে ধনবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একদল কর্মী আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ধনবাড়ী থানার এসআই আকরাম হোসেন বলেন, ‘ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি বা চালক ঘুমিয়ে যাওয়ার কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে।’
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com