স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার পৌরশহরে মোবাইল ফোনের দু'টি দোকানে চুরি সংগঠিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আল-আমিন সুপার মার্কেটের দ্বিতীয় তলার ওই দুই প্রতিষ্টানের মালিক রেজাউল ইসলাম রেজা। শনিবার সকালে দোকান খুলতে এসে তিনি এসব প্রতিষ্ঠানের সাঁটার তালাবিহিন অবস্হায় পান।
খবর পেয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আশরাফ উজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এছাড়াও আল-আমিন সুপার মার্কেটের সভাপতি এমরান হোসেন দিপক, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম লিটন, বিয়ানীবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম শামিম, আল আমিন সুপার মার্কেটের সত্ত্বাধিকারী আব্দুল মতিন বেলাল, বিয়ানীবাজার চেম্বার অব কমার্স এর সহ-সভাপতি এনাম উদ্দিনসহ ব্যবসায়ীবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করে সমবেদনা জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com