স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার সীমান্ত থেকে এক যুবককে আটক করেছে বিজিবি ৫২ ব্যাটালিয়ন। বুধবার ভোর রাতে বিয়ানীবাজার উপজেলার নয়াগ্রাম সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবকের নাম মু. আরাফাত হোসেন আলীফ। সে যশোর জেলার সরষা থানার বসতপুর এলাকার মৃত আবু হানিফার পুত্র। তিনি স্থানীয় যুবলীগের নেতা বলে জানা গেছে। তবে সেখানে তার বিরুদ্ধে কোন মামলা নেই বলে জানান বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মেহেদী হাসান, পিপিএম।
বিজিবি ৫২ ব্যাটালিয়নের মিডিয়া সেল সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর দালালের মাধ্যমে কাজের সন্ধানে চুনারুঘাট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন আরাফাত হোসেন আলীফ। অবৈধ অনুপ্রবেশের অভিযোগ ভারতের পুলিশ তাকে আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। বুধবার ভোর রাত সাড়ে ৩টার দিকে বিএসএফ বিয়ানীবাজার উপজেলার নয়াগ্রাম সীমান্ত দিয়ে তাকে পুশবেক করলে বিজিবি ৫২ ব্যাটালিয়নের নয়াগ্রাম বিওপির টহল জোয়ানরা তাকে আটক করে।
আটককৃত মু. আরাফাত হোসেন আলীফকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করবে বিজিবি ৫২ ব্যাটালিয়ন।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com