স্টাফ রিপোর্টার:
ওএমএস কার্যক্রমের আওতায় বিয়ানীবাজার উপজেলার কয়েকটি ইউনিয়ন। এখানকার ওএমএস পয়েন্টগুলোতে প্রতিদিন দুই মেট্রিক টন চাল বিক্রি করা হবে। জনপ্রতি পাঁচ কেজি চাল প্রতি কেজি ৩০ টাকা দরে বিক্রি করা হবে।
প্রথম পর্যায়ে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করা হবে। সংশ্লিষ্টরা এমন তথ্য নিশ্চিত করেছেন।
বিয়ানীবাজার পৌরসভা এলাকায় আগে ৪জন ডিলার ছিলেন। এখন সে সংখ্যা বাড়ানো হবে। দৈনিক প্রতিজন ডিলার ২ মেট্রিক টন করে চাল বিক্রয় করবেন। ভোক্তারা প্রতিকেজি চাল ৩০ টাকা এবং আটা ১৮ টাকা কেজি দরে কিনতে পারবেন। শুক্র ও শনিবার বাদে সপ্তাহের বাকি ৫ দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কার্যক্রম চলবে।
বিয়ানীবাজার উপজেলা খাদ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জাহাঙ্গীর আরিফ খান জানান, ওএমএস’র চাল বিষয়ে সরকারি নির্দেশনার কথা শুনেছি। তবে লিখিত নির্দেশনা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। রোববার নির্দেশনা পেতে পারি। তখন থেকেই চাল বিক্রি শুরু হবে।
Sharing is caring!