স্টাফ রিপোর্টার:
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে শুরু হয়েছে তারুণ্যের উৎসব। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চলমান তারুণ্যের উৎসবে স্থানীয় মানুষের বেশ আগ্রহ লক্ষ করা গেছে। উৎসব উপলক্ষে বিয়ানীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে তারুণ্য মেলার আয়োজন করা হয়েছে। কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো: হাবীূবুর রহমান উৎসবের উদ্বোধন করেন। তারুণ্যের নিঃস্বার্থ দেশপ্রেমের চেতনা ধারণ করে দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন শিক্ষার্থীরা।
এছাড়াও উৎসবকে কেন্দ্র করে সব স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে জুলাই-আগস্ট বিপ্লব নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে। এ ছাড়াও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম, স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন, দূষণরোধে কার্যক্রম, সবুজ বিদ্যালয় ক্যাম্পেইনসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
মন্ত্রণালয়ের নেয়া কার্যক্রমের মধ্যে রয়েছে, আমার স্কুল পরিচ্ছন্ন স্কুল-শিরোনামে সব স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসরুম, আঙিনা, ওয়াসব্লক বিশেষভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কার্যক্রম গ্রহণসহ অনুশীলন করা হবে। এছাড়া এ সময়ে ছাত্র-ছাত্রীদের ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা যেমন- হাত-পা ধোয়া, নখ কাটা প্রভৃতি নিশ্চিতকরণের উদ্যোগ গ্রহণ করা হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com