স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ উজ্জামান স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার রাতে থানায় অনুষ্ঠিত মতবিনিময়কালে ওসি বলেন, মামলা হলেই ঢালাও গ্রেফতার করা হবেনা। তদন্ত সাপেক্ষে সম্পৃক্ততা পেলেই কেবল গ্রেফতার করা হবে। আইনী এবং নৈতিকতার মানদন্ড বজায় রেখে সাধারণ মানুষকে সর্বোচ্চ সহায়তায় এগিয়ে যাবে পুলিশ। তিনি বলেন, বদলে যাওয়া বাংলাদেশে আমাদের মন-মানষিকতা বদলাতে হবে। নিজ অবস্থান থেকে অন্যায়-অনৈতিক কর্মকান্ড বাদ দিলে পুলিশকে অতিরিক্ত চাপ মোকাবেলা করতে হবেনা।
তিনি বিয়ানীবাজারের আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নির্মূলে সাংবাদিকসহ উপজেলাবাসীর সহযোগিতা কামনা করেন। এ সময় বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছবেদ আলী উপস্থিত ছিলেন।
অপরাধ দমনে সকলের সহায়তা কামনা করে দালাল মুক্ত বিয়ানীবাজার থানা গঠনের ব্যাপারে কাজ করবেন বলে আশ্বাস প্রদান করে ওসি আশরাফ উজ্জামান বলেন, পুলিশ ও সাংবাদিক পাশাপাশি কাজ করবে। অপরাধ নির্মূলে মানুষকে সচেতন করতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। আর মানুষ সচেতন হলে দেশ এগিয়ে যাবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি হাসানুল হক উজ্জ্বল, হাসান শাহরিয়ারসহ সিনিয়র নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com