প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বিয়ানীবাজারে চোরাই চিনিসহ ২ জন গ্রেফতার

editor
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২৪, ১১:০১ পূর্বাহ্ণ
বিয়ানীবাজারে চোরাই চিনিসহ ২ জন গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার:

 

বিয়ানীবাজারের চারখাই এলাকা থেকে ৫ বস্তা চোরাই চিনিসহ ২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার বিকেলে চারখাই-কানাইঘাট সড়কের কাকুরা সেতু সংলগ্ন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হচ্ছে কানাইঘাটের বীরদল বারইপুত গ্রামের রফিকুল হকের ছেলে আনোয়ার হোসেন (২৩) ও একই গ্রামের আজিজুর রহমানের ছেলে নাইম উদ্দিন (১৯)। মামলার অপর আসামী দূর্লভপুরের লতাই মিয়ার ছেলে ফারুক মিয়া (৫০) পলাতক রয়েছেন বলে জানান চিনি আটকে নেতৃত্ব দেয়া বিয়ানীবাজার থানার এসআই আব্দুর রহীম।

 

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: এনামুল হক চৌধুরী বলেন, চিনি পরিবহনে জড়িত সিএনজি ফোরষ্ট্রোকসহ আলামত জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Sharing is caring!