স্টাফ রিপোর্টার:
পৌষের শেষ দিকে সারাদেশে শীতের তীব্রতা বাড়লেও বিয়ানীবাজারে কিছুটা কম। রোববার (৫ জানুয়ারি) এখানে সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। গত দুদিন থেকে এ উপজেলায় গড় তাপমাত্রা ২৫ ডিগ্রী। তবে সন্ধ্যা ৭ টার পর এ তাপমাত্রা আরোও কিছুটা কমে।
সন্ধ্যা ৬ টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিয়ানীবাজারের তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রী।
উপজেলার মুড়িয়া ইউনয়নের নয়াগ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, আমি মাঠে ক্ষেতের কাজ করছি। সূর্যের তাপমাত্রা সকাল থেকে অনেক বেশি। সকাল ৯টার পর শরীরে আর শীতের কাপড় রাখা যাচ্ছে না।
পৌর এলাকার অটোচালক নাসির হোসেন বলেন, পত্রপত্রিকায় দেখা যাচ্ছে বিভিন্ন এলাকায় প্রচণ্ড শীত। অথচ আমাদের এলাকায় গত দুদিন থেকে সকাল ৭টা থেকে সূর্যের দেখা মিলছে। সেই সঙ্গে রোদের তাপমাত্রা অনেক বেশি। বেলা ১১টার পর শীতের পোশাক গায়ে রাখতে পারছি না।
সিলেট আবহাওয়া অধিদপ্তরের উপ-সহকার আবহাওয়াবিদ অমর চন্দ্র তালুকদার বলেন, রোববার বিকেল ৩টার দিকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। কয়েকদিন তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। তারপর আবার হ্রাস পাবে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com