স্টাফ রিপোর্টার:
নতুন বছরের প্রথম দিনই বিয়ানীবাজারের শিশুরা পেল নতুন বই। এবারের বইগুলোকে উন্নত আর মানসম্মত দাবি করে সন্তোষ প্রকাশ করেছেন এখানকার শিক্ষক-অভিভাবকরা। পড়াবান্ধব বই, ব্যক্তিবন্ধনা না থাকার কারণে তাদের অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
বিয়ানীবাজার উপজেলা শিক্ষা কর্মকর্তা নিপেন্দ্র নাথ দাস জানান, এখানকার ১৫০টি প্রাথমিক বিদ্যালয়ের ১ম থেকে ৩য় শ্রেণী পর্যন্ত শিশুদের হাতে বই তুলে দেয়া হয়েছে। একাধিক বিদ্যালয়ে তিনি নিজে উপস্থিত থেকে বই বিতরণ করেন। তাছাড়া বেশীরভাগ বিদ্যালয়ে অনুষ্টান করে শিশুদের বরণ এবং নতুন প্রদান করা হয়। গুজব ঠেকাতে থানা পুলিশও একাধিক বিদ্যালয় পরিদর্শন করে।
বিয়ানীবাজার পৌরশহরের খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী শবনম তারিন, ছোটদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর শিক্ষার্থী নাজিফা হোসেন এবং হাজী আব্দুল জলিল কিন্টার গার্ডেনের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ইবরাজ ইসলাম ইরাদ নতুন বই পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
প্রথম শ্রেণির শিক্ষার্থী লিমার পিতা আফজাল হোসেন জানান, এবারের বইগুলোর কাগজের মান, ছাপার মান ও বাঁধাই উন্নত হয়েছে। বইগুলোর ডিজাইনও সুন্দর হয়েছে। দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নাজিফার পিতা কামাল হোসেন জানান, বইয়ের অক্ষরগুলোও বড় ফন্টে লেখা। এছাড়া কভারের ডিজাইনও সুন্দর হয়েছে।
স্থানীয় খলিল চৌধুরী আদর্শ বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক আব্দুল মালিক জানান, এবারের বইগুলো খুবই মানসম্মত হয়েছে। আবার বইয়ের ভেতরের বিষয়বস্তুও শিক্ষার্থীদের ভালো মানুষ হিসাবে গড়ে উঠতে সহায়ক হবে যা মেধাবী জাতী গঠনে নি:সন্দেহে সহায়ক হবে।
Sharing is caring!