প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
৫ই রজব, ১৪৪৬ হিজরি

বিয়ানীবাজারে ক্যালিগ্রাফীর পাশে জয় বাংলা লিখলো কারা

editor
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০২৪, ১২:৩৭ অপরাহ্ণ
বিয়ানীবাজারে ক্যালিগ্রাফীর পাশে জয় বাংলা লিখলো কারা

 

স্টাফ রিপোর্টার:

বিয়ানীবাজারে সরকারি কলেজের দেয়ালে সাধারণ শিক্ষার্থীদের করা ক্যালিগ্রাফির মাঝে এবার জয় বাংলা লেখা দেখা গেছে। হঠাৎ করেই সাধারণ শিক্ষার্থীদের নামের পাশে জয় বাংলা লেখা দেখে আশ্চর্য হচ্ছেন অনেকেই। তবে কে বা কারা দেয়ালে জয় বাংলা লিখেছে এমন কোনো তথ্য কেউ দিতে পারছে না।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, হয়তো কেউ রাতের আঁধারে দেয়ালে জয় বাংলা লিখে গেছে। তারা কেউ দেখেননি। তবে সচেতন মহলের অনেকের ধারণা, স্থানীয় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে কেউ এই কাজ করেছেন।

প্রসঙ্গত, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিয়ানীবাজার সরকারি কলেজের দেয়াল সহ পৌর শহরের বিভিন্ন দেয়ালে জুলাই আগস্টের স্মৃতি ধারণা করে বিভিন্ন গ্রাফিতি ও ক্যালিগ্রাফি অংকন করে সাধারণ শিক্ষার্থীরা যেখানে তারা বিয়ানীবাজারের সন্তান শহিদ সাংবাদিক এটিএম তুরাবসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পানি বিতরণ করতে গিয়ে নিহত মুগ্ধকে স্মরণ করে একটি চিত্র অংকন করে।

Sharing is caring!