স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজারে যৌথ বাহিনীর অভিযানে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) তাকে উপজেলার তিলপারা নামক স্থান থেকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে। আজ শনিবার সিলেটের আদালতে তাকে তোলা হবে বলে সূত্র জানায়।
বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) মো: ছবেদ আলি জানান, র্যাব-৯ এর একটি দল বিয়ানীবাজার উপজেলার তিলপারা নামক স্থান থেকে আশরাফুল ইসলামকে গ্রেফতার করে শুক্রবার রাতে বিয়ানীবাজার থানায় নিয়ে আসে। তার উপর একাধিক মামলা রয়েছে। সিআইডি পুলিশের কাছে হস্তান্তরের পর তারা আসামী আশরাফকে আদালতে তোলে রিমান্ড চাইতে পারে।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ও ছাত্রজনতার গণঅভ্যুত্থান সংঘটিত হওয়ার খবর প্রচারিত হওয়ার পর বিকালে একদল লোক বিয়ানীবাজার থানায় হামলা চালায়। এ সময় গুলিতে তিনজন নিহত হন। পরবর্তীতে এ ঘটনায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাদের নামে মামলা দায়ের করা হয়। এই হত্যা মামলা আশরাফুল ইসলাম এজাহারভুক্ত আসামী বলে জানা গেছে।
সিআইডি সূত্র জানায়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট তিনি দলীয় লোকজনসহ সশস্ত্র মিছিল করেন। এসব মিছিলের ভিডিও ফুটেজ-ছবিসহ অন্যান্য তথ্য মামলার তদন্ত কর্মকর্তার কাছে জমা আছে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com