স্টাফ রিপোর্টার:
মহান বিজয় দিবসে বিয়ানীবাজার থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মী। সোমবার (১৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে বিয়ানীবাজারের চারখাই ইউনিয়নের জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে তাকে গ্রেপ্তার করে। সে বিজয় দিবসকে কেন্দ্র করে স্থানীয় কিশোরদের জমায়েত করে একাধিকবার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নামে মিছিল করার চেষ্টা করে।
গ্রেপ্তারকৃত ছাত্রলীগ কর্মীর নাম তামজিদ আহমদ। সে উপজেলার চারখাই ইউনিয়নের কাকুরা পশ্চিমপাড়া এলাকার লিপন আহমদের ছেলে। তামজিদ আহমদ জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হন। বয়স নিয়ে সে পুলিশের সাথে ভিন্ন ভিন্ন কথা বলছে।
বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছবেদ আলী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার এলাকার ছোট শিশু-কিশোরদের সাথে নিয়ে গ্রেপ্তারকৃত ছাত্রলীগ কর্মী তামজিদসহ বেশ কয়েকজন কিশোর মিছিল করে শহীদ মিনারে যায়। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এবং সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, গ্রেপ্তারকৃত তামজিদ অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় আমরা আইন মেনে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। তার প্রকৃত জন্ম তারিখ জানতে বিদ্যালয় থেকে এসএসসির রেজিস্ট্রেশন ফরম সংগ্রহ করা হবে। তিনি বলেন, আসল জন্ম তারিখ নিয়ে সে থানায় ও আদালতে দুই ধরনের বক্তব্য দিয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com