প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ভারত থেকে অনুপ্রবেশকালে বিয়ানীবাজার বিজিবি’র হাতে আটক ৫

editor
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০২৪, ১২:১২ অপরাহ্ণ
ভারত থেকে অনুপ্রবেশকালে বিয়ানীবাজার বিজিবি’র হাতে আটক ৫

 

স্টাফ রিপোর্টার:

 

ভারত থেকে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশকালে বিয়ানীবাজারের বড়গ্রাম সীমান্ত এলাকা থেকে এক শিশু, তিন নারীসহ পাঁচজনকে আটক করেছে বিজিবি বিয়ানীবাজার ৫২ ব্যাটালিয়নের টহল দল। বুধবার দিবাগত রাত ৪টার দিকে তাদের আটক করা হয়। আটককৃত সবাই বাংলাদেশী। তাদের বিয়ানীবাজার থানায় হস্তান্তর ও অবৈধ অনপ্রবেশে দায়ে মামলা দায়েল করেছে বিজিবি।

 

আটককৃতরা হলেন, যশোরের বেনাপোল এলাকায় মোছা. আয়শা খাতুন (৩৭) ও মোছা. রেকসোনা খাতুন (৪০), খুলনা জেলার মোছা. রুমানা বেগম (২১), মো. বাদশা শেখ (২৭) ও মো. মাহ্দী ইসলাম (০৩)।

 

বিজিবি বিয়ানীবাজার ৫২ ব্যাটালিয়ন জানায়, বড়গ্রাম বিওপি’র বিজিবি টহল দল নায়েক মোঃ রাজু আহমেদের নেতৃত্বে সীমান্ত এলাকার বড়গ্রামের ঝারাপাতায় টহল দেয়ার সময় রাত ৪টার দিকে সীমান্ত পিলার ১৩৫৯/৫-এস‘র নিকট থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশকালে এক শিশুসহ ৫জনকে আটক করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদকালে তাদের পরিচয় সনাক্ত করা হয়েছে জানিয়ে বিজিবি ৫২ ব্যাটালিয়ন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আটককৃতরা বাংলাদেশের কুমিল্লা জেলার বাগরা সীমান্ত দিয়ে গত ৩ ডিসেম্বর ভারতে অনুপ্রবেশ করে। পরবর্তীতে ত্রিপুরা থেকে গৌহাটি যাওয়ার পথে পুলিশের চেকপোস্টে তাদের আটক করা হয়। বুধবার রাতে বাংলাদেশের বিয়ানীবাজার সীমান্ত দিয়ে তাদের পুশবেক করে।

Sharing is caring!