বিয়ানীবাজার সংবাদদাতা:
বিয়ানীবাজারের ফেনগ্রামে মোঃ আবুল কালামের বসতবাড়িতে হামলা চালিয়েছে স্থানীয় ক্যাডার মাসুদ ও তার বাহিনী। সন্ত্রাসীদের হামলায় মোঃ আবুল কালাম রক্তাক্ত আহত হয়েছেন। ১২ নভেম্বর মঙ্গলবার রাত ১০টায় এই ঘটনাটি ঘটেছে। পরে প্রতিবেশীরা এসে আহত মোঃ আবুল কালামকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছেন। ভিকটিম মোঃ আবুল কালাম স্থানীয় ফেনগ্রামের মৃত হাজী মোঃ মুজম্মিল আলীর পুত্র।
জানা যায়, মোঃ আবুল কালামের পুত্র মোঃ রাহাত শরীফ এর সাথে স্থানীয় ক্যাডার মাসুদ গংদের পূর্ব শত্রুতা ছিল। সেই শত্রুতার সুবাধে একপর্যায়ে মোঃ রাহাত শরীফের জীবনের নিরাপত্তা চরম হুমকীর সম্মুখিন হলে প্রাণ বাঁচাতে তাকে বিদেশে পাঠিয়ে দেন তার পিতা। কিন্তু মোঃ রাহাত শরীফ দেশ ত্যাগ করে যাওয়ার পরও ক্যাডার মাসুদ গংরা প্রায়ই তাদের বাড়িতে গিয়ে তার সন্ধান করতো এবং তার পিতাকে নানাভাবে হুমকী দিতো। গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তারা অতিমাত্রায় বেপরোয়া হয়ে উঠেছে। ক্যাডার মাসুদ তার বাহিনীর ৭/৮ জনের একটি দল নিয়ে ১২ নভেম্বর মঙ্গলবার রাত ১০টার দিকে মোঃ আবুল কালামের বাড়িতে যায়। মোঃ রাহাত শরীফ বাড়িতে রয়েছে বলে তাদের কাছে তথ্য আছে জানিয়ে জোর পূর্বক বসতঘরে ঢুকে পড়ে। সন্ত্রাসীরা বসতঘরের ভিতর মোঃ রাহাত শরীফের সন্ধান করে। তাকে না পেয়ে তার পিতা ও পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালাগালি করে। এসময় মোঃ রাহাত শরীফ প্রবাসে থাকার তথ্য মোঃ আবুল কালাম ফের তাদের জানালে ক্যাডার মাসুদ ক্ষুব্ধ হয়ে উঠে। তখন মাসুদ একটি লোহার রড দিয়ে মোঃ আবুল কালামের মাথায় আঘাত করলে মাথা ফেটে রক্ত ঝরতে থাকে। এসময় তার সহযোগী সন্ত্রাসীরা চাকু দিয়ে তার হাত ও কাঁধে আঘাত করে জখমপ্রাপ্ত করে। এই অবস্থায় প্রাণ বাঁচাতে মোঃ আবুল কালাম ও তার পরিবারের সদস্যরা চিৎকার করলে প্রতিবেশী লোকজন এগিয়ে আসে। লোকজন আসতে দেখে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পরে প্রতিবেশী লোকজন রক্তাক্ত আহত মোঃ আবুল কালামকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় মোঃ আবুল কালাম ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ও চরম আতংকে ভূগছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com