প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিয়ানীবাজার পৌরশহরে দিনভর উচ্ছেদ অভিযান

editor
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৪, ০২:৫০ অপরাহ্ণ
বিয়ানীবাজার পৌরশহরে দিনভর উচ্ছেদ অভিযান

Manual8 Ad Code

 

স্টাফ রিপোর্টার:

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

বিয়ানীবাজার পৌরশহরকে যানজট মুক্ত করতে দিনভর উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের উত্তরবাজার থেকে সড়কের নির্দিষ্ট সীমানা জুড়ে স্থাপনা, ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল রাখার রেকসহ সরকারি জায়গায়কে দখল মুক্ত করো হয়েছে। এতে নেতৃত্ব দেন প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার ভূমি কাজী শারমিন নেওয়াজ। এ সময় বিয়ানীবাজার থানা পুলিশ ও সিলেট সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা উপজেলা প্রশাসনকে সহযোগিতা করেছেন।

উচ্ছেদ অভিযান পরিচালনাকালে সড়কের উপরে থাকা যানবাহনের অবৈধ স্টেন্ড বিষয়ে পরিবহন চালকদের সতর্কতার পাশাপাশি সড়ককে যানজট মুক্ত রাখতে চারটির বেশি যানবাহন না রাখতে নির্দেশনা প্রদান করেন।

বিয়ানীবাজার পৌরশহরে উচ্ছেদ অভিযানে সড়ক ও সরকারি জায়গা দখল মুক্ত হওয়া পর বিগত সময়ে ফের দখল হয়েছে। সড়কের উচ্ছেদ অংশ যাতে আবার দখল না হয় সেদিকে প্রশাসনের দায়িত্বশীলদের দৃষ্টি রাখার আহবান জানান সাধারণ মানুষ। এ সময় তারা উচ্ছেদ অভিযানকে স্বাগত জানান।

 

 

Manual8 Ad Code

উচ্ছেদ অভিযানে সহযোগিতা করায় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উপজেলা সহকারি কমিশনার ভূমি কাজী শারমিন নেওয়াজ বলেন, উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। শুধু বিয়ানীবাজার পৌরশহর নয়, আমরা উপজেলার সবগুলো সড়কের ফুটপাত দখলমুক্ত করবো।

সড়ক ও জনপথ সিলেটের উপসহকারি প্রকৌশলী ইকবাল আহমেদ বলেন, এসব উচ্ছেদ অভিযানে সড়ক ও জনপথ সব সময় সহযোগিতা করবে। মানুষের যাতায়াত বিড়ম্বনা দূর করতে সড়কের উপরে অবৈধ দখল উচ্ছেদ করা হবে। সওজ সব সময় এরকম উচ্ছেদে সহযোগিতা করে এবং উচ্ছেদে অংশ নেয়।

Manual2 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code