স্টাফ রিপোর্টার:
সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি বিয়ানীবাজার জোনাল অফিস থেকে পাঠানো বিদ্যুৎ বিলের কপিতে লেখা একটি শ্লোগানকে ঘিরে আওয়ামী বিরোধী রাজনীতিক মহলে তোলপাড় চলছে। ‘শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ লেখা ওই শ্লোগান নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। অনেক গ্রাহক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
কেউ আবার ক্ষোভ জানিয়ে বলছেন, বিদ্যুৎ বিভাগে এখনো ফ্যাসিষ্ট সরকারের দোসররা রয়ে গেছেন।
তবে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে, বিষয়টি তাদের নজরে আসার পরই ওই শ্লোগানটি মুছে দেয়া হচ্ছে।
পল্লী বিদ্যুতের বিয়ানীবাজার জোনাল অফিসের অধীনে অন্তত: ৪০ হাজার গ্রাহক রয়েছেন। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ শ্লোগান সম্বলিত ওই বিদ্যুৎ বিলের কপি সর্বত্র সরবরাহ করা হয়েছে। গতমাসেও একই ধরনের বিদ্যুৎ বিলের কপি গ্রাহকদের কাছে বিলি করা হয়। চলতি মাসে সরবরাহ করা বিদ্যুৎ বিলের কপিতেও এই শ্লোগান লেখা রয়েছে। তবে বিষয়টি অবগত হওয়ার পরই শ্লোগান লেখা স্থানটি কালো কালি দিয়ে মুছে দেয়া হচ্ছে বলে জানা গেছে ।
বিদ্যুৎ বিলের কপির উপরের দিকে বামপাশে শ্লোগানটি লেখা।
বিয়ানীবাজার পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ভজন কুমার বর্ধন বলেন, ‘বিলের কাগজগুলো আগের ছাপানো। তাই উল্লেখিত লেখাটি রয়ে গেছে। তবে নতুন বিলের কপিতে থাকবে না। আর যেগুলো আগের ছাপা সেসব কপিতে আমরা কালো কালি দিয়ে মুছে ফেলার চেষ্টা করছি।’
গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তাঁর ছবি ও নথিপত্র থেকে তাঁর নাম সরিয়ে ফেলা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com