
স্টাফ রিপোর্টার:
এবার রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছেন বিয়ানীবাজারের গ্রাহকরা। কোথাও বড় ধরনের লোডশেডিংয়ের খবর নেই এখন পর্যন্ত। বিদ্যুতের বাড়তি চাহিদা মেটাতে আগে থেকেই পরিকল্পনামতো শিডিউল সাজানোর কারণে উপজেলার কোথাও বিদ্যুৎ নিয়ে দূর্ভোগের খবর পাওয়া যায়নি। তবে প্রাকৃতিক দূর্যোগের কারণে কয়েকদিন বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে।
স্থানীয়ভাবে তারাবিহ, সেহরী ও ইফতারে বিদ্যুৎ সরবরাহ ছিল স্বাভাবিক। যদিও চলতি রমজানে অতিরিক্ত গরম ছিলনা। প্রাকৃতিক কারণে বিদ্যুৎ বিছুটা নিরবিচ্ছিন্ন ছিল বলে অনেকের ধারণা। বিদ্যুৎ বিভাগ বলছে, শীতকালে বিয়ানীবাজার উপজেলায় বিদ্যুতের চাহিদা থাকে ১০ থেকে ১১ মেগাওয়াট। এই বিদুতের চাহিদা গরমে ২০ থেকে ২২ মেগাওয়াট হয়ে যায়। আগামী এপ্রিল ও মে মাসে তাপমাত্রা বাড়তে থাকবে, তখন বিদ্যুতের ব্যাপক চাহিদা বাড়বে।
বিয়ানীবাজার পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম (কম) মাহমুদুল হাসান বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেয়ার জন্য নানা পরিকল্পনা তাদের রয়েছে। মানুষ যাতে কষ্ট না পায় সেদিকে তারা গুরুত্ব দিচ্ছেন। কোনো মেশিন নষ্ট না হলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অব্যাহত থাকবে।
Sharing is caring!