প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৬ হিজরি

বিয়ানীবাজারে চিকিৎসকদের কর্মবিরতি, ভোগান্তি

editor
প্রকাশিত মার্চ ১১, ২০২৫, ০৯:২৭ অপরাহ্ণ
বিয়ানীবাজারে চিকিৎসকদের কর্মবিরতি, ভোগান্তি

 

স্টাফ রিপোর্টার:

বিভিন্ন দাবি দাওয়া আদায়ের লক্ষ্যে বিয়ানীবাজার পৌরশহরসহ উপজেলার সর্বত্র প্রাইভেট চেম্বার বন্ধ রাখেন স্থানীয় চিকিৎসকরা।

মঙ্গলবার সকাল ৯টা থেকে এ কর্মসূচি পালন শুরু করেন তারা।

এতে ভোগান্তিতে পড়তে হয় চিকিৎসকদের প্রাইভেট চেম্বারে সেবা নিতে আসা রোগীদের।

এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন বিয়ানীবাজারের চিকিৎসক পরিষদ। এতে সংগঠনের সভাপতি ডা: মাসুম আহমদ এবং সাধারণ সম্পাদক ডা: আবুল ফয়েজ আলী আহমদ রুবেল স্বাক্ষর করেন।

চিকিৎসকরা জানান, দেশে প্রচলিত আইন অনুযায়ী এমবিবিএস অথবা বিডিএস ছাড়া কেউ চিকিৎসক পরিচয় দিতে পারবে না। দ্রুত ১০ হাজার চিকিৎসক নিয়োগ এবং বিসিএসের চাকরিতে প্রবেশ বয়সসীমা ৩৪ বছর পর্যন্ত বাড়ানো। মানহীন বেসরকারি মেডিকেল কলেজগুলো বন্ধ করতে হবে। বিএমডিসি অ্যাক্ট-২০১০-কে চ্যালেঞ্জ করে যে রিট করা হয়েছে, যার রায় আগামী ১২ মার্চ হওয়ার কথা তা যাতে বিলম্ব না করা হয়। তারা আরোও বলেন, দাবির সাথে একাত্মতা জানিয়েছেন সকল ডাক্তাররা। তাই আজ চিকিৎসকদের সব ধরনের প্রাইভেট চেম্বার বন্ধ থাকবে। এতে রোগীদের সাময়িক সমস্যা হলেও এই আন্দোলন বাংলাদেশের চিকিৎসাখাতকে সংস্কার করবে।

 

এ বিষয়ে বিয়ানীবাজার ডায়াবেটিকস সমিতির চিকিৎসক ডাক্তার শিব্বির আহমদ সোহেল তার ফেসবুকে লেখেন, ৫ দফা সুস্পষ্ট দাবীতে সকল চিকিৎসক সমাজের সাথে একাত্মতা ঘোষনা করছি।

ডাক্তার আবু ইসহাক আজাদ লেখেন, চিকিৎসক ও চিকিৎসা পেশার মর্যাদা রক্ষায় চলমান আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে ১১ মার্চ ২০২৫, মঙ্গলবার আমার প্রাইভেট চেম্বার বন্ধ থাকবে। সম্মানিত রোগীদের সাময়িক দূর্ভোগের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

Sharing is caring!