বড়লেখা সংবাদদাতা :
মৌলভীবাজারের বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. নিয়াজ উদ্দীন ও পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক সনজিৎ কান্তি দেবকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলা পর্যায়ে কলেজ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মো. নিয়াজ উদ্দীনকে এবং শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়ায় কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক সনজিৎ কান্তি দেবকে এই সংবর্ধনা দেওয়া হয়।
এছাড়া একই অনুষ্ঠানে শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়া বিএনসিসি ক্যাডার লায়েক আহমদ, রোভার স্কাউট রাহিন আহমদ ও রোভার স্কাউটস গ্রুপের জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা দেওয়া হয়।
এ উপলক্ষে বুধবার দুপুরে কলেজ হলরুমে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্বে করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও সংবর্ধিত অতিথি মো. নিয়াজ উদ্দীন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ আব্দুস সবুর।
কলেজ ছাত্রদলের আহ্বায়ক জাফর আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক সংবর্ধিত অতিথি সনজিৎ কান্তি দেব, কলেজের প্রাক্তন শিক্ষার্থী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এম আরিফুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক ও প্রাক্তন শিক্ষার্থী শাহরিয়ার ফাহিম, শ্রেষ্ঠ বিএনসিসি ক্যাডার লায়েক আহমদ, শ্রেষ্ঠ রোভার স্কাউট রাহিন আহমদ, শ্রেষ্ঠ রোভার স্কাউটস গ্রুপের জাহাঙ্গীর আলম, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাকিল শাহরিয়ার।
অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেন কলেজ ছাত্রদল নেতা সালাহ উদ্দিন শুভ, শামিমুল ইসলাম, আফজল ইসলাম, ফয়ছল আহমদ, আশরাফুল ইসলাম, কামিল আহমদ, সাইফ আহমদসহ কলেজর শিক্ষার্থী, স্কাউট ও বিএনসিসি সদস্যরা।
Sharing is caring!