বড়লেখা সংবাদদাতা:
মৌলভীবাজারের বড়লেখা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ছিদ্রাতুল কাদির আবিরকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে পৌরসভার পানিধার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বুধবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আবির বড়লেখা পৌরসভার পানিধার এলাকার বাসিন্দা আছদ্দর আলীর ছেলে।
সূত্র জানায়, গত ৮ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আবু হাসান বাদী হয়ে ৪৬ জনের নামোল্লেখ ও ৭০-৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করে বড়লেখা থানায় একটি মামলা দায়ের (মামলা নং-১২) করেন। ওই মামলায় বড়লেখা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ছিদ্রাতুল কাদির আবিরকে ৪৫ নম্বর আসামি করা হয়েছে।
বড়লেখা থানার এসআই মাসুদ পারভেজ বুধবার রাতে জানান, মঙ্গলবার রাতে বড়লেখা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ছিদ্রাতুল কাদির আবিরকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com