প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
৩রা রজব, ১৪৪৬ হিজরি

বড়লেখায় আগুনে পুড়ল প্রবাসীর বাড়ির গোয়ালঘর ও খড়ের গাদা

editor
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২৪, ১০:৩৩ পূর্বাহ্ণ
বড়লেখায় আগুনে পুড়ল প্রবাসীর বাড়ির গোয়ালঘর ও খড়ের গাদা

বড়লেখা সংবাদদাতা:
মৌলভীবাজারের বড়লেখায় এক প্রবাসীর বাড়ির গোয়ালঘর ও খড়ের গাদায় আগুন লেগে পুড়ে গেছে। শুক্রবার (২৫ অক্টোবর) দিবাগত রাত একটার দিকে উপজেলার রুকনপুর গ্রামের দুবাই প্রবাসী মুহিবুর রহমানের বাড়িতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন স্থানীয়দের সহায়তায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি।

প্রবাসীর পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (২৫ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক একটার দিকে দুবাই প্রবাসী মুহিবুর রহমানের বাড়ির খড়ের গাদায় আগুন লাগে। আগুন গোয়ালঘরেও ছড়িয়ে পড়ে। আগুনে পোড়ার শব্দ শুনে পরিবারের লোকজনের ঘুম ভাঙে। পরে তারা ঘুম থেকে উঠে দেখেন, আগুনে গোয়ালঘর ও খড়ের গাদা পুড়ছে। তখন তারা দেখে চিৎিকার দেন। এসময় আশপাশের লোকজন দ্রুত এগিয়ে আসেন। বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নেভায়।

দুবাই প্রবাসী মুহিবুর রহমান মোবাইল ফোনে বলেন, ঘরের পাশেই আমাদের খড়ের গাদা ও গোয়ালঘর। রাতে পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। আগুনে পোড়ার শব্দ শুনে ঘুম ভাঙলে তারা দেখেন খড়ের গাদা ও গোয়ালঘর পুড়ছে। তখন তারা চিৎকার দিলে আশপাশের মানুষ দ্রুত এগিয়ে আসেন। ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তায় আগুন নিভিয়েছে। দ্রুত আগুন না নেভালে আমাদের ঘরেও আগুন ধরে পুড়ে যেত। গরুগুলো দিনে গোয়ালঘরে রাখা হয়। রাতে গরুগুলো আমরা ঘরের ভেতরে একটি কক্ষে রেখে দিই। আমাদের সাথে কারও শত্রুতা নাই। কেউ হয়ত আগুন ধরিয়ে দিতে পারে বলে মনে হচ্ছে।

বড়লেখা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শামীম মোল্লা শনিবার দুপুরে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিভিয়েছি। অল্প একটু খড় পুড়েছে। আর পাশে গোয়ালঘর ছিল। গোয়ালঘরের চারপাশ খোলা ছিল। টিনও বেশ পুড়েনি। আগুনে তেমন কিছু ক্ষতি হয়নি।

Sharing is caring!