প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৬ হিজরি

সিলেটে ড্রেন থেকে কিশোরের লাশ উদ্ধার

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২৫, ০৮:৪৬ পূর্বাহ্ণ
সিলেটে ড্রেন থেকে কিশোরের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার:
সিলেটে ড্রেন থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে সিলেট মহানগরের তেমুখী এলাকায় সুন্দর আলী মসজিদের সামনে সড়কের পাশের ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহতের বয়স আনুমানিক ১৫ থেকে ১৬ বছর। লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরীর কাজ চলছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে কিংবা তার নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জানা যায়, আজ সকালে স্থানীয় লোকজন ড্রেনের ভেতর একটি লাশ দেখতে পেয়ে পুলিশে ফোন দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

ঘটনাস্থল থেকে জালালাবাদ থানার এসআই আহসান উল্লাহ জানান, লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরীর কাজ চলছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

Sharing is caring!