প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

দোয়ারাবাজারে মাদকসহ যুবক গ্রেফতার

editor
প্রকাশিত অক্টোবর ৭, ২০২৪, ১২:০১ অপরাহ্ণ
দোয়ারাবাজারে মাদকসহ যুবক গ্রেফতার

দোয়ারাবাজার প্রতিনিধি:
দোয়ারাবাজারে ১৯ বোতল বিদেশি মদসহ ইয়াহিয়া মিয়া (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে দোয়ারাবাজার সদর ইউনিয়নের মানিকপুর গ্রামের মজনু মিয়ার ছেলে।

দোয়ারাবাজার থানার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, সোমবার (৭ অক্টোবর) দুপুরে বিশেষ অভিযান চালিয়ে স্থানীয় মাঝেরগাঁও খোরশেদ মিয়ার বাড়ির ২শ’ গজ উত্তরে দোয়ারাবাজার-বাংলাবাজার (ব্রিটিশ) সড়কে সাদা পলিথিনে মোড়ানো McDowell’s ব্রান্ডের ১৯ বোতল বিদেশি মদসহ আসামি ইয়াহিয়াকে গ্রেফতার করা হয়। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউল হকের দিক নির্দেশনায় এসআই মোহন রায়ের নেতৃত্বে এএসআই আশরাফ খান ও রায়হান উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালিত হয়।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক মদসহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা রুজূ করে আসামিকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

Sharing is caring!