স্টাফ রিপোর্টার:
সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শামীম আহমদকে গ্রেফতার করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট শাহপরান থানার টিলাগড় পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে রাত ১১টায় বিশ্বনাথ থানার মামলায় (মামলা নাম্বার-১/৩৪) গ্রেফতার দেখিয়ে তাকে থানায় হস্তান্তর করে র্যাব।
সূত্র জানায়, ৫ আগস্টে দলীয় সরকার পতনের পর আত্মগোপনে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও পৌরসভার জানাইয়া গ্রামের আব্বাস আলীর ছেলে শামীম আহমদ। বিশ্বনাথ পৌরসভার সাবেক মেয়র মুহিবুর রহমানের বাসার সামনে সংঘর্ষের ঘটনায় তার গাড়ী চালকের দেয়া মামলায় গ্রেফতার হন তিনি।
সরকার পরিবর্তনের আগে পৌরসভার মেয়র ও কাউন্সিলর দ্বন্ধে সংঘয়ের ঘটনা ঘটে। ওই মামলার এজাহারভূুক্ত আসামি শামীম। গ্রেফতার হওয়ার আগে সিলেট টিলাগড় পয়েন্টের সামনে অবস্থান করছিলেন তিনি।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ রুবেল মিয়া বলেন, মামলার পলাতক এ আসামিকে র্যাব-৯ গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে। আজ তাকে আদালতে প্রেরণ করা হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com