স্টাফ রিপোর্টার:
অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন মুরশিদ বলেছেন, ‘দেশব্যাপী পরিবেশ অবক্ষয়ের চরম বিপর্যয় থেকে বাঁচতে জরুরি অবস্থা ঘোষণার সময় এসেছে। যেভাবে নদ-নদী, বনাঞ্চল ও জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত মানুষের হার বৃদ্ধি পাচ্ছে, তাতে নির্ঘাত পরিবেশ সংরক্ষণে জরুরি অবস্থা ঘোষণার সময় এসেছে।’
রবিবার ( ১২ জানুয়ারি) রাতে ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সিলেট’-এর উদ্যোগে ‘সিলেট অঞ্চলের পরিবেশ বিপর্যয় ও সামাজিক অপঘাত’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।
শারমিন মুরশিদ বলেন, ‘যে দেশের তরুণ সমাজ দীর্ঘ অন্যায়ের বিরুদ্ধে দেশকে ঐক্যবদ্ধ করেছে সেই তরুণদের পরিবেশ ও মানবাধিকার সুরক্ষায় ঐক্যবদ্ধ করে আরেকটি যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। রাষ্ট্র ও প্রশাসনকে জনমানুষের কাতারে এসে দেশ রক্ষায় ঝাঁপিয়ে পড়তে হবে। আর তা না হলে এই মহাধ্বংস থামবে না।’
সিলেট সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধরা সিলেট-এর আহ্বায়ক ড. শাহজামান চৌধুরী।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধরার আহ্বায়ক, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, ধরার উপদেষ্টা ড. জিয়া উদ্দিন আহমদ, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই শাফিন সরকার।
প্রধান আলোচক হিসেবে ছিলেন ধরার কেন্দ্রীয় সদস্য সচিব শরীফ জামিল।
এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো: রেজা উন নবী।
ধরা সিলেটের সদস্য সচিব আবদুল করিম কিমের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটান ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিশিষ্ট ভ্রমণ লেখক মঈনুস সুলতান, শাবিপ্রবির সাবেক ডীন অধ্যাপক কামাল আহমদ চৌধুরী, শাবিপ্রবির পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. নাজিয়া চৌধুরী, শাবিপ্রবির সমাজ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. আলী ওয়াক্কাস, পরিবেশ অধিদফতর সিলেটের পরিচালক মো: ফেরদৌস আনোয়ার, সিলেট জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক মো: আবদুর রফিক, সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা হুমায়ুন কবির, মানবাধিকার কর্মী ফাদার জোসেফ গোমেজ, খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, সারী বাঁচাও আন্দোলনের আবদুল হাই আল হাদী, পাত্র সমাজ কল্যাণ পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গৌরাঙ্গ পাত্র, প্রাধিকারের আনোয়ার কবির জিহাদ প্রমুখ।
সভায় সম্মানিত অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক খান মো: রেজা-উন-নবী বলেন, ‘পরিবেশ সবার বিষয় আর একটাই পৃথিবী। সবচেয়ে শক্তিশালী দেশও আজকে একটি দাবানল নিয়ন্ত্রণ করতে পারছে না। পরিবেশ সমুন্নত না রাখলে আমরা সবাই বিপর্যয়ের মুখে পড়ব। প্রথমে পরিবেশের অবক্ষয় করতে দিয়ে তারপর তা থেকে মুক্তির চেষ্টা করা মোটেও কাম্য নয়। পরিবেশ এত গুরুত্বপূর্ণ যে এর সংরক্ষণে সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি।’
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com