প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
১৪ই রজব, ১৪৪৬ হিজরি

টিকটকে প্রেম করে ঘর ছেড়েছিল সিলেটের কিশোরী

editor
প্রকাশিত জানুয়ারি ১২, ২০২৫, ০৭:২১ পূর্বাহ্ণ
টিকটকে প্রেম করে ঘর ছেড়েছিল সিলেটের কিশোরী

স্টাফ রিপোর্টার:
টিকটকে পরিচয়। এক পর্যায়ে সম্পর্ক গড়ায় প্রেমে। অতঃপর প্রেমের টানে অজানার উদ্দেশ্যে পাড়ি দেয়া সিলেটের বিশ্বনাথের এক ঘরছাড়া কিশোরীকে উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার (১১ জানুয়ারি) সকালে পাবনা থেকে তাকে উদ্ধার করা হয়। প্রেমিকের বাড়ি পাবনা পৌরসভার গয়াসপুর গ্রাম থেকে পাবনা সদর থানা পুলিশ উদ্ধার করে বিশ্বনাথ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

সূত্র জানায়, বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের আকিলপুর গ্রামের নানাবাড়িতে থেকে স্থানীয় রাগীব-রাবেয়া উচ্চ বিদ্যালয় এবং কলেজের নবম শ্রেণিতে অধ্যয়ন করছিলেন ওই কিশোরী (১৬)। গত ২৯ ডিসেম্বর সকালে পরীক্ষার ফলাফল জানার কথা বলে বাড়ি থেকে বের হন তিনি। এরপর থেকে তার খোঁজ পাচ্ছিলো না পরিবার। বন্ধ পাওয়া যায় মোহনার ব্যবহৃত মুঠোফোনও।

এ ঘটনায় গত ২ জানুয়ারি বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরি (নাম্বার ৬৯) করেন তার মা। এরপর মোহনার খোঁজে মাঠে নামে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় পাবনা পৌরসভার গয়াসপুর গ্রামে তার অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় তারা।

থানা পুলিশ সূত্র জানায়, টিকটক করতে গিয়ে কিশোরীর সাথে পরিচয় ঘটে পাবনা পৌরসভার গয়াসপুর গ্রামের আমিন মিয়ার পুত্র শামীম আহমদের (১৭)। পরিচয় থেকে দু’জনের মধ্যে গড়ে উঠে প্রেমের সম্পর্ক। গত ২৯ ডিসেম্বর সকালে প্রেমিক শামীমের টানে ঘর ছাড়েন ওই কিশোরী।

তবে, প্রেমিক শামীমের বাড়ি পাবনা পৌরসভার গয়াসপুর গ্রাম থেকে কিশোরীকে উদ্ধার করলেও শামীমকে আটক করতে পারেনি পাবনা সদর থানা পুলিশ।

নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল মিয়া। তিনি বলেন, ‘এ বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’

Sharing is caring!