প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
১০ই রজব, ১৪৪৬ হিজরি

আল হামরায় জুয়েলারি দোকান থেকে আড়াইশ ভরি স্বর্ণ চুরি!

editor
প্রকাশিত জানুয়ারি ৯, ২০২৫, ১২:১২ অপরাহ্ণ
আল হামরায় জুয়েলারি দোকান থেকে আড়াইশ ভরি স্বর্ণ চুরি!

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরের আল হামরা শপিং সিটির একটি জুয়েলারি দোকান থেকে আড়াই শ ভরি স্বর্ণ চুরির অভিযোগ পাওয়া গেছে।

বুধবার দিবাগত (৯ জানুয়ারি) রাত অথবা বৃহস্পতিবার সকালের কোনো এক সময় এক অথবা একাধিক চোর আল হামরার চতুর্থ তলার নুরানি জুয়েলারি নামক দোকানের (নং-৪৩১, ৪৩৩ ও ৪৩৫) শাটারের তালা ভেঙে এসব স্বর্ণ চুরি করে নিয়ে যায়।
যাওয়ার সময় নতুন তালা লাগিয়ে দিয়ে যায় চোর।

সকালে দোকানের মালিক-কর্মচারীরা এসে বিষয়টি দেখতে পেয়ে নতুন তালা ভেঙে ঢুকে স্বর্ণ চুরির বিষয়টি অবগত হন। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নুরানি জুয়েলারির স্বত্বাধিকারী দেওয়ান মো. জাবেদ চৌধুরী বলেন- প্রায় আড়াই শ ভরি স্বর্ণ ছিলো দোকানে। সব নিয়ে গেছে চোরেরা। যাওয়ার সময় নতুন তালা লাগিয়ে গেছে শাটারে।

তিনি বলেন- দোকানে সিসিটিভি ক্যামেরা ছিলো। কিন্তু চোরেরা যাওয়ার সময় সিসিটিভ ক্যামেরার ডিভিআর নিয়ে যায়। যার ফলে চোর বা চোরেদের এখন পর্যন্ত শনাক্ত করা যাচ্ছে না। তবে পুলিশ শপিং মলের অন্যান্য সিসিটিভ ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন- প্রায় আড়াই শ ভরি স্বর্ণ চুরি হয়েছে বলে দোকানির মালিক মৌখিকভাবে অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

Sharing is caring!