স্টাফ রিপোর্টার:
সিলেটে রাষ্ট্রদূতের ছেলে পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার হওয়া যুবক ফাহিম আহমদ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলেও একই ধরণের প্রতারণায় জড়িত ছিলেন। তার প্রতারণার ফাঁদ বিস্তৃত আগেও। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক দেখিয়ে নানা তদবির ও অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করতেন।
গ্রেফতার হওয়ার পর পুলিশের কাছে জিজ্ঞাসাবাদে এমন তথ্য দিয়েছেন ফাহিম আহমদ (২০)। ফাহিম মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার দেওগাঁওয়ের রফিক মিয়ার ছেলে। তিনি রায়নগরের ৫২ নং বাসায় থাকতেন।
পুলিশ জানায়, প্রতারক ফাহিম আওয়ামী সরকারের সময়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসারের আত্নীয় পরিচয়ে নানা ধরনের প্রতারণা করেছেন। এ প্রতারক চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
৩ জানুয়ারি রাতে মহানগরের রায়নগর থেকে মেক্সিকোয় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত সিলেটের মুশফিকুল ফজল আনসারীর ছেলে পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার হন ফাহিম। তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন সাংবাদিক আবু সুফিয়ান ফারাবী।
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ফাহিম নিজেকে মুশফিকুল ফজল আনসারীর বড় ছেলে পরিচয় দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ও বিভিন্ন নামিদামি স্কুলে ভর্তিসহ নানা বিষয়ে বিভিন্নজনের তদবিরের চেষ্টা করেছেন। বিষয়টি জানতে পেরে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে অবহিত করেন তার এক সাবেক সহকর্মী। এসময় এই প্রতারকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন মুশফিকুল ফজল। পরে আমরা তাকে গ্রেফতার করি। সে আগেও এরকম প্রতারণায় জড়িত ছিলো।
এদিকে ফাহিমকে রিমান্ডে নিতে চায় পুলিশ। আদালতের কাছে তিনদিনের রিমান্ড আবেদনও করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, গ্রেফতারকৃত ফাহিমকে শনিবার দুপুরে আদালতে তুলে পুলিশ তিনদিনের রিমান্ডে নিতে আবেদন করে। আদালতে শুনানির পরবর্তী তারিখ ধার্য করেছেন।
Sharing is caring!