স্টাফ রিপোর্টার:
ঢাকা থেকে সিলেটে এসেছিলেন মো. রুহুল আমিন নামের এক যুবক। সিলেটে থেকে ফেরার পথে মহানগরীর হুমায়ুন রশিদ চত্বরের একটি বাস কাউন্টারে বাসের জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ সেখানে হানা দেয়ে পুলিশ। রুহুলের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে পাওয়া যায় ৬ কেজি গাঁজা। গ্রেফতার করা হয় তাকে।
আজ শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতার হওয়ার পর পুলিশের কাছে দেওয়া প্রাথমিক তথ্যে রুহুল জানায়, সে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার নলগড়িয়া গ্রামের জাহের মিয়ার ছেলে। সে ঢাকার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) কাজ করে।
এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, রুহুল এফডিসিতে চাকুরী করে। তবে নির্দিষ্ট কোন পদ বা সেক্টরে তা জানা যায়নি। সে সিলেটের কোম্পানীগঞ্জ থেকে গাঁজা নিয়ে ঢাকায় যাচ্ছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে শুক্রবার দুপুরে হুমায়ুন রশীদ চত্বর এলাকায় একটি বাস কাউন্টারে অভিযান চালায়। এসময় রুহুল আমিনের সাথে থাকা একটি ব্যাগ থেকে স্কচটেপ দ্বারা মোড়ানো ১ প্যাকেট গাঁজা জব্দ করা হয়। যার ওজন ৬ কেজি। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা।
তিনি আরও জানান, এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে। পরে শুক্রবার বিকেলে গ্রেফতারকৃত রুহুলকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com