স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট ল’ কলেজ শাখার উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে গুমের শিকার সকল নেতাকর্মী ও নাগরিকদের মুক্তির দাবি এবং আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকান্ড ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেট ল’ কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সিলেট ল’ কলেজ ছাত্রদলের সভাপতি শাহিন আহমদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ হাছান পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট ল’ কলেজ ছাত্র-সংসদের নির্বাচিত সাবেক ভিপি, সিলেট মহানগর বিএনপি’র যুগ্ন সম্পাদক ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে ভিপি মাহবুবুল হক চৌধুরী বলেন, আওয়ামী লীগ কখনোই গণতন্ত্রে বিশ্বাসী ছিল না। তারা জনরায়ের পরিবর্তে বিরোধী রাজনৈতিক শক্তিকে নিশ্চিন্ন করে ক্ষমতায় থাকার নীতি গ্রহণ করেছিল। এজন্য তারা আইনশৃঙ্খলা, গোয়েন্দা ও সন্ত্রাসী বাহিনীকে লেলিয়ে দিয়েছিল বিএনপির বিরুদ্ধে। তারা সারাদেশে হাজার হাজার বিএনপি নেতাকর্মীদের খুন, গুম ও অপহরণ করেছিল। গুম হওয়া সিলেটের রাজপথ কাঁপানো বিএনপি নেতা ইলিয়াস আলী, ছাত্রদল নেতা দিনারসহ অসংখ্য নেতাকর্মীদের আজো আমরা ফিরে পাইনি। সারাদেশের ন্যায় সিলেটেরও প্রচুর বিরোধী নেতাকর্মী এবং ছাত্র-জনতা আওয়ামী অস্ত্রধারী সন্ত্রাসী ও হাসিনার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে প্রাণ হারাতে হয়েছে। আমার অবিলম্বে সকল গুম হওয়া নেতা ও নাগরিকদের মুক্তি এবং নির্মম হত্যাকান্ড ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবি জানাচ্ছি।
মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ। তিনি বলেন, বিগত প্রায় ১৭ বছর স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে বিএনপির লাখ লাখ নেতাকর্মী গুম, খুন, হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। প্রত্যেকটি ঘটনার সঠিত তদন্ত করে দায়ীদের আইনের আওতায় নিয়ে এসে বিচার করতে হবে। তিনি বলেন, বিগত ১৭ বছরে হাসিনা বিরোধী আন্দোলনে প্রত্যেক শহীদ ও নির্যাতনের শিকার ব্যক্তিদের অবদানকে আমাদের স্মরণ রাখতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার মহিলা দলের সাধারণ সম্পাদিকা ফাহিমা আহমদ কুমকুম, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম টিপু, সাবেক ছাত্রদল নেতা ফখরুল ইসলাম পান্না, ছাত্রদলের সহ-সভাপতি কামরান আহমদ, সুহেদুল ইসলাম সুহেদ, যুগ্ম সম্পাদক ফাহিম রহমান মৌসুম, আব্দুস সামাদ লস্কর মুনিম, এম.মিজান, শহিদুল ইসলাম অপু, আফজল আহমেদ, সাদ্দাম হোসেন, সিলেট এমসি কলেজ ছাত্রদলের আহবায়ক সেলিম আহমদ সাগর, মদন মোহন কলেজ ছাত্রদলের আহবায়ক আফজাল হোসেন, সিলেট জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল চৌধুরী মুর্শেদ, দেলোয়ার হোসেন, সিলেট ল’ কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সফিক আহমেদ শফি, আহমেদুর রহমান জাবেদ,স্বাগত বক্তব্য রাখেন কলেজ শাখার যুগ্ম সম্পাদক সুলতান আহমদ যুগ্ম সম্পাদক সেলিম আহমদ, সৈয়দ আহমেদ সাজু, আজির উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক রায়হান ইসলাম, মাসুম মিয়া, শাহিদ আলী, মামুন আহমদ মুন্না, শাহ মাহমুদুল হাসান পরাগ, এম এ রশিদ, রায়হান, এমসি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক খান মোহাম্মদ সামি, জাকির চৌধুরী ইমরুল, সিলেট জেলা ছাত্রদল নেতা মারজান আহমদ, সৈয়দ জাকারিয়া আহমেদ, সৈয়দ ইফতি চৌধুরী, আরিফ আহমদ, গিয়াস, সুবেল আহমেদ, সিলেট জেলা ছাত্রদল নেতা আদিম আহমেদ, জামাল আহমেদ, রিদয় আহমেদ, কনক কান্তি দাস (আহবায়ক ১৬ নং ওয়ার্ড ছাত্রদল), ফারসিন, মোহন, রায়হান, শাওন, সাকিব, মাহফুজ,ি টপু, হুসাইন, জয়, মাহিন, রিদয়, নায়িম প্রমুখ।
Sharing is caring!